Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:২৭, ২৮ আগস্ট ২০২০

সংগীতশিল্পী পাপনের মা আর নেই

মারা গেছেন ভারতীয় সংগীতশিল্পী পাপনের মা। বৃহস্পতিবার আসামের রাজধানী গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালে সংগীতশিল্পী অর্চনা মহন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।

হিন্দুস্তান টাইমস জানায়, অর্চনা প্রবাদপ্রতিম অসমীয়া সংগীতশিল্পী খগেন মহন্তর স্ত্রী। ১৪ জুলাই মস্তিষ্কে স্ট্রোক হওয়ার পর থেকেই চিকিৎসা চলছিল অর্চনার। বৃহস্পতিবার সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন।

এ দিন গুয়াহাটির নবগ্রহ শ্মশান ঘাটে পাপনের উপস্থিতিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। অর্চনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

এক বিবৃতিতে বলেন, “আমাদের রাজ্যে সংস্কৃতি জগতে আজ নক্ষত্র পতন ঘটল। শোক প্রকাশের ভাষা আমার জানা নেই। প্রয়াত শিল্পীর পরিবারকে আমি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ওনার আত্মার শান্তি কামনা করি।”

অর্চনার স্বামী খগেন মহন্তকে বলা হয় ‘বিহু সম্রাট’। এ দম্পতি আজীবন দেশে-বিদেশের বিভিন্ন প্রান্তে আসামের লোকগানকে গানকে ছড়িয়ে দিয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ