বিনোদন ডেস্ক
বাবা হারালেন পরিচালক রাজ চক্রবর্তী

কয়েকদিন আগে জানা গিয়েছে করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতার চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। তার করোনা আক্রান্ত হওয়ার খবরটি কলকাতার সিনেমাপাড়ায় বেশ বিষাদের ছায়া ফেলেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো আরেকটি খারাপ খবর।
মারা গেছেন রাজের বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী। বেশ কিছু দিন ধরেই শারীরিক অসুস্থতার জন্য বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ শুক্রবার (২৮ আগস্ট) সকালে তিনি প্রয়াত হয়েছেন।
বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে, করোনায় আক্রান্ত হয়েছিলেন রাজের বাবাও। সরকারি নিয়ম মতে আজই তাকে দাহ করা হবে। যদিও নিজে করোনায় আক্রান্ত হওয়ায় বাবাকে শেষবার দেখতে পাবেন না রাজ।
গত ১৭ অগস্ট টুইটারে তিনি জানিয়েছিলেন তার করোনায় আক্রান্ত হওয়ার খবর। আপাতত তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।
রাজ জানিয়েছিলেন, তিনি বাদে বাড়ির বাকি সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। শুভশ্রী অন্তঃসত্ত্বা, রাজের বাবা-মা বয়স্ক, তাই তাদের রিপোর্ট নেগেটিভ আসার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন অনুরাগীরা। কিন্তু শেষ রক্ষা হলো না। তার বাবা চলে গেলেন প্রাণঘাতি এই ভাইরাসের শিকার হয়েই।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ