Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:০১, ২৮ আগস্ট ২০২০
আপডেট: ১৭:০২, ২৮ আগস্ট ২০২০

বাদ পড়ছেন মীরাক্কেলের বাকি দুই বিচারকও

ভারতীয় টিভি চ্যানেল জি-বাংলার জনপ্রিয় কমেডি শো ‘‘মীরাক্কেল-আক্কেল চ্যালেঞ্জার’। এখানে মীর আফসার আলী খানের উপস্থাপনায় পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্তসহ বিচারক হিসেবে প্রায় দশ বছর ধরে দেখা গেছে শ্রীলেখা মিত্রকে।

তবে জানা গেছে, আসছে সিজন থেকে শ্রীলেখা মিত্রকে বাদ দেয়া হয়েছে। এ অভিনেত্রী নিজেই সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানিয়েছেন। এদিকে শ্রীলেখার স্থলাভিষিক্ত হবেন কলকাতার দুর্দান্ত অভিনেত্রী পাওলি দাম।

শুধু তাই নয়, আভাস পাওয়া গেছে শ্রীলেখার পাশাপাশি বাকি পুরনো দুই বিচারক পরাণ বন্দ্যোপাধ্যায় ও রজতাভ দত্তকেও বদলে ফেলেছে জি বাংলা। তাদের জায়গায় নতুন করে আসবেন রুদ্রনীল ঘোষ ও সোহম চক্রবর্তী।

দশ বছর ধরে মীরাক্কেলের মতো তুমুল জনপ্রিয় এর তিন বিচারক। এবার তাদের ছেড়ে নতুন বিচারক নিয়ে শোটি কতোটা দর্শকপ্রিয় হতে পারে সেটাই দেখার বিষয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ