Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:১৩, ৩০ আগস্ট ২০২০

পরিচালক মাসুদ আজাদ আর নেই

চিত্র পরিচালক মাসুদ আজাদ মারা গেছেন। রোববার (৩০ আগস্ট) ভোর ৫টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক অপূর্ব রানা।

তিনি বলেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সহযোগী সদস্য ছিলেন মাসুদ আজাদ। সকালে তার বুকে ব্যথা হলে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিচালক মাসুদ আজাদ মেকআপ আর্টিস্ট থেকে চলচ্চিত্র পরিচালক হন। তিনি প্রথম পরিচালক হিসেবে আসেন ‘বস্তির সম্রাট’ সিনেমার মাধ্যমে। পরবর্তীতে বেশ কয়েকটি সিনেমার কাজ করেন তিনি। কিন্তু সিনেমাগুলোর কাজ শেষ না করার আগেই তিনি মারা গেলেন। গেল বছর  ‘আই এম রাজ’ নামে তার একটি ছবি মুক্তি পায়।

এসডিপি/আইনিউজ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ