ডেস্ক নিউজ
২১ দিন কোয়ারেন্টাইন শেষে করোনামুক্ত জেনেলিয়া

চমকে যাওয়ার মতো খবরই। কারণ জেনেলিয়া ডি সুজা করোনায় আক্রান্ত হওয়ার খবর আগে জানাননি অনুরাগীদের। হুট করেই ঘোষণা দিলেন, তিনি করোনামুক্ত।
ভারতীয় গণমাধ্যম বলছে, ২১ দিন কোয়ারেন্টাইন শেষে করোনা মুক্ত হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় সবার সঙ্গে ভাগ করে নিলেন বলিউড ও দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী।
‘জানে তু ইয়া জানে না’ নায়িকা জানান, তিন সপ্তাহ বাড়িতেই নিভৃত বাসে ছিলেন। ছিলেন একেবারেই সংসর্গহীন।
সোশ্যাল মিডিয়ায় লেখেন, “গত ২১ দিন আমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময় ছিল। একাকিত্ব যে কী যন্ত্রণার তা এই কয়েক দিনে বুঝেছি। আবারও পরিবারকে কাছে পেয়ে আমি খুশি।”
জেনেলিয়ার সুস্থতার খবরে শুভেচ্ছা জানিয়েছেন তার ইন্ডাস্ট্রির বন্ধুরা। স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্বামী অভিনেতা রিতেশ দেশমুখ।
করোনার হানা থেকে ছাড় পায়নি বলিউড। দিন কয়েক আগেই করোনায় আক্রান্ত হয়েছিল জয়া বাদে গোটা বচ্চন পরিবার। ভর্তি হতে হয় হাসপাতালে। তবে এখন ভালো আছেন তারা। ভালো আছেন জেনেলিয়াও।
২০১২ সালে অভিনেতা রিতেশ দেশমুখকে বিয়ে করেন জেনেলিয়া। তাদের রয়েছে দুই সন্তান রিয়ান ও রাইল।
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ