বিনোদন ডেস্ক
দুই পথশিশুর স্বপ্ন পূরণ করলেন অভিনেতা সিয়াম

বর্তমান সময়ে বাংলাদেশের অভিনয় জগতের পরিচিত মুখ সিয়াম আহমেদ। অনেক আগে থেকেই তিবি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। পথশিশু ও বৃদ্ধদের পাশে দাঁড়িয়েছেন সব সময়।
এবার এই অভিনেতা পূরণ করলেন নিবিড় ও রাসেল নামের দুই পথশিশুর স্বপ্ন। ওই পথ শিশুদের ইচ্ছে ছিল প্রাইভেট কারে ওঠার। তাই গত ২৮ আগস্ট রাজধানীর মালিবাগ, রাজারবাগসহ বেশ কিছু স্থানে নিজের গাড়িতে করে তাদের ঘুরিয়েছেন সিয়াম।
সিয়াম বলেন, আমি ওদের মুখে হাসি ফোটাতে চাই। সময় পেলে ছুটে যাই ওদের মতো শিশুদের কাছে। ছোট ছোট ইচ্ছা পূরণ করে দেয়ার চেষ্টা করি। গাড়িতে ওরা যখন আমার পাশে বসেছিল তখন ওদের চোখে-মুখে যে উচ্ছ্বাস, তা সারা জীবন মনে রাখার মতো। আমি চাই, অন্যরাও ওদের পাশে দাঁড়ান।
সিয়াম আহমেদের হাতে বর্তমানে সাতটি সিনেমার কাজ রয়েছে। করোনার কারণে ছবিগুলোর শুটিং বন্ধ রয়েছে। এর মধ্যে সম্প্রতি একটি মুঠেফোন সেবাদান প্রতিষ্ঠানের ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন এ অভিনেতা। এছাড়াও করোনায় ঘরবন্দী সময়ে ইউটিউব চ্যানেল খুলেছেন এবং দুটি সিনেমার গল্প লিখেছেন এই অভিনেতা।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ