Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৬, ১ সেপ্টেম্বর ২০২০

মায়ের মৃত্যুর ১০ দিন পর বাবাকেও হারালেন গৌরব

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে কিছুদিন আগেই না ফেরার দেশে চলে গিয়েছিলেন ভারতের জনপ্রিয় টিভি অভিনেতা গৌরব চোপড়ার মা। তবে মা হারানোর শোক কাটিয়ে উঠতে না উঠতেই এবার বাবাকেও হারালেন তিনি।

জানা গেছে, করোনায় আক্রান্ত ছিলেন গৌরবের বাবা। সম্প্রতি তার জ্বর আসে। নমুনা পরীক্ষা করার পর সেটি পজিটিভ এসেছে। এরপর থেকেই চিকিৎসা নিচ্ছিলেন গৌরবের বাবা। কিন্তু শেষ রক্ষা হলো না। করোনার সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গৌরব তার ইনস্টাগ্রম পোস্টে লেখেন, ‘আমার নায়ক, আমার বেঁচে থাকার প্রেরণা, আমার বাবা আর নেই। পৃথিবীর কোনো কিছু দিয়েই এই শূন্যস্থান পূরণ করা সম্ভব নয়। ১৯ তারিখে মা চলে গেলেন ২৯ তারিখ চলে গেলেন বাবা। কোনো কিছু বলার মত ভাষা খুঁজে পাচ্ছি না আমি। পুরো পৃথিবীটা যেন আমাকে ছেড়ে চলে গেল।’

প্রসঙ্গত, গৌরব ভারতের একজন টেলিভিশন অভিনেতা। ২০০৬ সালে অস্কার নমিনেশন প্রাপ্ত ‘ব্লাড ডায়মন্ড’ সিনেমাতেও একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ