বিনোদন ডেস্ক
রিয়ার ভাইকে মাদক সরবরাহের অভিযোগে আটক ২

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার আড়াই মাস পর প্রথমবার কেউ গ্রেপ্তার হলো। প্রয়াতের প্রেমিকা রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তীকে নিষিদ্ধ মাদক সংগ্রহ করে দেওয়ার অভিযোগ দুজনকে গ্রেপ্তার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।
ভারতীয় গণমাধ্যম জানায়, আটকদের নাম আবদুল বশিত ও জৈদ ভিলাতরা। মুম্বাই থেকে তাদের ধরা হয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশে সুশান্ত মামলার তদন্তভার নেয় সিবিআই। তার আগে থেকেই আর্থিক তছরুপের দিকটি খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)।
মঙ্গলবার এ বিষয়ে গোয়ার হোটেল ব্যবসায়ী গৌরব আর্যকে জিজ্ঞাসাবাদ করে ইডি। তার আগে গৌরব জানান, সুশান্তকে তিনি চিনতেন না, চিনতেন রিয়া চক্রবর্তীকে। এ সব ঘটনার মাঝে বুধবার দুজনকে আটক করল এনসিবি।
জানা গেছে, রিয়ার সহযোগী স্যামুয়েল মিরান্ডার মাধ্যমে সৌভিককে মাদক সরবরাহ করা হতো। শোনা যাচ্ছে, আটকদের মধ্যে একজন বলিউডের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেছেন। এরই মধ্যে ইমতিয়াজ খাতরি নামে এক ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনার কথা জানিয়েছেন রিয়ার ম্যানেজার শ্রুতি মোদির আইনজীবী ।
এর আগে সুশান্তর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, অভিনেতার অজান্তেই তাকে মাদক দেওয়া হতো। রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে খুনের অভিযোগও আনা হয়। তবে মঙ্গলবার একটি ইংরেজি সংবাদমাধ্যমের পক্ষ থেকে দাবি করা হয়, সুশান্তর মৃত্যুতে এখনো পর্যন্ত খুনের প্রমাণ পায়নি সিবিআই।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ