Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৩, ২ সেপ্টেম্বর ২০২০

শিগগিরই শুরু হচ্ছে বঙ্গবন্ধুর বায়োপিক নির্মাণ কাজ

শিগগিরই শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধুর বায়োপিক নির্মাণের কাজ। যা করোনাভাইরাস মহামারীর কারণে বন্ধ ছিল। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এবং ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস বুধবার এই তথ্য জানিয়েছেন।

এর আগে সঙ্গে সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের বিদায়ী হাই কমিশনার। এরপর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তারা।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর উপর একটি বায়োপিক নির্মিত হচ্ছে। কোভিডের কারণে এটি আপাতত বন্ধ আছে, তবে খুব সহসা সেই কাজ শুরু হবে।

“আমরা খুব সহসা দুই দেশের যৌথ প্রযোজনায় মুক্তিযুদ্ধের উপর একটি ডকুমেন্টারি ফিল্মের কাজও শুরু করব। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি।”

মু‌জিববর্ষের প্রথমদিন, গত ১৭ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) মহরতের পরদিন ১৮ মার্চ থেকে ৩ এপ্রিল বঙ্গবন্ধুর বায়োপিকের দৃশ্যধারণের সূচি নির্ধারিত ছিল। কিন্তু বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর সেই তা স্থগিত করা হয়।

হাই কমিশনার রীভা গাঙ্গুলী বলেন, “আমি হাই কমিশনার থাকার সময়েই বঙ্গবন্ধুর উপর একটি বায়োপিক হচ্ছে, শ্যাম বেনেগাল এটা পরিচালনা করবেন।

“অনেক কাজই এগিয়ে গিয়েছিল কিন্তু কোভিডের জন্য স্যুটিংটা স্টার্স্ট হতে পারল না। হোপফুলি এখন যেহেতু সবকিছু নরমাল হচ্ছে, স্যুটিং স্টার্ট হবে। আমরা যৌথভাবে বঙ্গবন্ধুকে নিয়ে একটা ডকুমেন্টরি ফিল্মও করব, সেটার কাজও এগোচ্ছে ধীরে ধীরে।”

রীভা গাঙ্গুলীর বাংলাদেশে দায়িত্ব পালনের সময় তথ্য মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ কাজ হয়েছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, “প্রথমবারের মতো গত বছর থেকে বিটিভি পুরো ভারতর্ষে ফ্রি-ডিসের মাধ্যমে দেখা যাচ্ছে। একই সঙ্গে বেতারের অনুষ্ঠানমালাও সেখানে সম্প্রচার করা হচ্ছে, এটি একটি বড় কাজ।

“ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অকৃত্রিম। যেটির সঙ্গে অন্য কারও সম্পর্কের তুলনা হয় না। দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ