বিনোদন ডেস্ক
আপডেট: ১৫:৪৩, ২ সেপ্টেম্বর ২০২০
এবার ব্যবসায় মনোযোগী হলেন সুজানা

ঘোষণা দিয়েই শোবিজ থেকে বিদায় নিয়েছেন সুজানা জাফর। অবশ্য কয়েক বছর ধরে ব্যস্ততা বাড়িয়েছেন আউটফিট বিজনেসে। মিডিয়ায় ব্যস্ততা কমিয়ে বছর তিনেক আগেই ‘সুজানাস ক্লোজেট’ নামে ফ্যাশন হাউজ তৈরি করেছিলেন এই অভিনেত্রী। সময়ের সঙ্গে নারীদের রুচিকে প্রাধান্য দিয়ে সাজানো এ ফ্যাশন হাউজটি নিয়ে এবার আরো বেশি মনোযোগী সুজানা।
মঙ্গলবার বিকেলে তারার মেলায় ‘সুজানাস ক্লোজেট’-এর নতুন শো রুমের যাত্রা শুরু হয়। রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কের ৯৯ নাম্বার বাড়ির প্রিজম টাউয়ারের প্রথম ফ্লোরে কেক কেটে সুজানা তার পোশাকের নতুন এ শো রুম চালু করেন। এসময় উপস্থিত ছিলেন জনপ্রিয় উপস্থাপিকা শারমিন লাকী, চিত্রনায়িকা নিপুণ, অভিনেত্রী সাবিলা নূর, মডেল রিবাসহ অনেকেই।
শুভ কামনা জানিয়ে শারমিন লাকি বলেন, সুজানার রুচি ও চিন্তাভাবনার সঙ্গে আমি আগেই পরিচিত। স্বাভাবিকভাবেই ওর কালেকশন চমৎকার হবে। আমি এসে দেখলাম ঠিক তাই।
সাবিলা নূর বলেন, আমি যে চমৎকার গাউনটি পরে রয়েছি এটা সুজানা আপুর শো-রুমের। তাই আমার অভিজ্ঞতা থেকেই বলতে পারি আপুর শো রুমের কালেকশনগুলো চমৎকার। মান ও দামের সমন্বয় রয়েছে।
নতুন করে ব্যবসায় মনোযোগ প্রসঙ্গে সুজানা বলেন, করোনার জন্য ব্যবসা কয়েকমাস বন্ধ ছিল। এমনকি দুই ঈদের এক্সিবিশনও হয়নি। সবকিছু কাটিয়ে আবার নতুন শো রুমে আবার ব্যবসা শুরু করছি। সবার শুভকামনা চাইছি। মানুষ দেশের বাইরে থেকে যেসব পোশাক কিনে আনে, সেগুলো পাবে আমার শো রুমে। প্রত্যেকটা পোশাকই আরামদায়ক।
উল্লেখ্য,করোনার প্রকোপ শুরুর আগে দুবাই গিয়েছিলেন সুজানা।সেখানে তার পরিবার রয়েছে। দুবাইয়ে পাঁচ মাস কাটানোর পরে অবশেষে দেশে ফিরেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। দুবাই থেকেই মিডিয়া ছাড়ার ঘোষণা দিয়েছিলেন এই অভিনেত্রী। ধর্মের প্রতি টান রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
আইনিউজ/এসপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ