বিনোদন প্রতিবেদক
আপডেট: ২২:০২, ২ সেপ্টেম্বর ২০২০
টমবয় হচ্ছেন দীঘি

সংগৃহীত ছবি
‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টাকার প্রেম’সহ একের পর এক হিট ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন প্রার্থনা ফারদিন দীঘি। বেশ কয়েকটি ছবিতে অভিনয় করার পর চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন তিনি। কিছু দিন ধরেই চলচ্চিত্র পাড়ায় শোনা যাচ্ছে নায়িকা হয়েই ফিরবেন দীঘি।
মালেক আফসারী পরিচালিত ‘ধামাকা’ নামের সিনেমায় দীঘিকে ‘টমবয়’ রূপে পর্দায় দেখাতে চান নির্মাতা। তাইতো নিজেই দীঘির চুল কেটে দেবেন এই নির্মাতা।
মালেক আফসারি বলেন, চরিত্র অনুযায়ী শিল্পীর গেটআপ তৈরি করতে হবে। ‘ধামাকা’ সিনেমায় দীঘিকে টমবয় হিসেবে দেখা যাবে। তাকে বয়কাট দিতে হবে। প্রয়োজনে আমি নিজেই দীঘির চুল কেটে দেব। যদিও এই বিষয়ে দীঘি কিছু-ই এখনো জানে না। আমি চুল কাটার বিষয় বলবো। আশা করছি, চরিত্রের প্রয়োজনে চুল কাটবে দীঘি।
‘ধামাকা’ সিনেমায় শান্ত খানের বিপরীতে অভিনয় করবেন দীঘি। আগামী সপ্তাহে এই সিনেমার শুটিং শুরু হবে। এছাড়া শাপলা মিডিয়ার মোট ছয়টি সিনেমায় শান্ত খানের বিপরীতে অভিনয় করবেন দীঘি।
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ