বিনোদন ডেস্ক
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাবেন আকবর

১৬ দিন চিকিৎসা নেয়ার পর বুধবার (২ সেপ্টেম্বর) বুধবার বিকেলে বাসায় ফিরেছেন কণ্ঠশিল্পী আকবর। আকবরের স্ত্রী জানান, হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বুধবার বিকেলে আকবরকে নিয়ে মিরপুরের বাসায় ফিরেছেন। আকবরের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। তবে সম্পূর্ণ সুস্থ নয়। এবার উন্নত চিকিৎসার জন্য আকবরকে চেন্নাই নিয়ে যাওয়া হবে।
তিনি আরও বলেন, প্রথমে বিছানা থেকে উঠে দাঁড়াতে না পারলেও এখন অল্প অল্প হাঁটাচলা করতে পারছেন আকবর। তবে তার উন্নত চিকিৎসার প্রয়োজন। সে জন্য আগামী সপ্তাহে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে কিডনিজনিত চিকিৎসার জন্য নেয়া হবে। ভিসা পাবো বৃহস্পতিবার। চেন্নাই চিকিৎসার জন্য আকবরের মোটা অঙ্কের অর্থের প্রয়োজন। সেই অর্থ জোগাড়ের চেষ্টা চালাচ্ছি।
গত ১৬ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল)-এ ভর্তি হয়েছিলেন একাধিক রোগে আক্রান্ত সংগীতশিল্পী আকবর। হাসপাতালে ভর্তির পর আকবরের শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছিল। খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। সব সময় স্যালাইন দেয়া থাকত। হাসপাতালের বিছানায় শুয়ে আকবর শরীর জ্বালা পোড়ার জন্য অস্থিরতায় কাতরাতেন। স্ত্রী ও একমাত্র কন্যা সার্বক্ষণিক দেখভাল করতেন।
‘ইত্যাদি’র মাধ্যমে দেশ বিদেশে গায়ক হিসেবে পরিচিতি পেয়েছিল আকবর। আগে তিনি যশোরে রিকশা চালাতেন। খুলনার পাইকগাছায় জন্ম হলেও আকবরের বেড়ে ওঠা যশোরে।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ