বিনোদন ডেস্ক
এবার করোনায় আক্রান্ত হলেন নতুন ব্যাটম্যান

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন। ফলে স্থগিত হয়ে গেল সদ্য শুরু হওয়া ‘দ্য ব্যাটম্যান’-এর শুটিং।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রোস একটি বিবৃতিতে জানিয়েছে, ‘দ্য ব্যাটম্যান’ টিমের একজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার ফলে ছবিটির চিত্রগ্রহণ স্থগিত করা হলো অনির্দিষ্ট সময়ের জন্য। তবে রবার্ট প্যাটিনসনের নাম উল্লেখ করা হয়নি বিবৃতিতে।
যদিও হলিউড রিপোর্টার ও ভ্যানিটি ফেয়ার নিশ্চিত করেছে, ‘দ্য ব্যাটম্যান’ ইউনিটে করোনা পজেটিভ ফলাফল এসেছে একমাত্র প্যাটিনসনের। এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি ওয়ার্নার ব্রোস এবং প্যাটিনসন প্রতিনিধিরা।
এটুকু জানা গেছে, ‘ব্যাটম্যান’ ইউনিটে আসার আগে ‘টোয়াইলাইট’খ্যাত ৩৪ বছর বয়সী এই তারকার মধ্যে কোনও করোনার উপসর্গ দেখা যায়নি।
করোনার কারণে মার্চ মাসের মাঝামাঝি সময়ে ‘দ্য ব্যাটম্যান’-এর শুটিংও স্থগিত করা হয়। তবে কিছুদিন আগে ম্যাট রিভস পরিচালিত এই ছবির শুটিং ফের শুরু হয় লন্ডনে।
এতে ব্রুস ওয়েইন তথা ব্যাটম্যান চরিত্রে থাকছেন রবার্ট প্যাটিনসন। ক্যাটওম্যানের ভূমিকায় দেখা যাবে জোয়ি ক্রাভিৎজকে। খলচরিত্র রিডলার হিসেবে পল ড্যানো এবং পেঙ্গুইনের সাজে থাকছেন কলিন ফেরেল।
সূত্রঃ হিন্দুস্তান টাইমস
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ