Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:৫৫, ৪ সেপ্টেম্বর ২০২০

বিনোদন জগতে পা দিলেন প্রিন্স হ্যারি ও মেগান

রাজপরিবার ও রাজপ্রাসাদের পাশাপাশি ত্যাগ করেছেন রাজকীয় উপাধি ও যাবতীয় সুযোগসুবিধা ত্যাগ করেছেন প্রিন্স হ্যারি ও স্ত্রী মেগান মার্কেল।

ব্রিটিশদের অত্যন্ত পছন্দের জায়গা, কানাডার ভিক্টোরিয়াতেই নতুন বাড়িতে স্ত্রী মেগান মার্কেল ও ছেলে আর্চিকে নিয়ে সংসার সাজিয়েছেন ব্রিটিশ রাজপরিবারের সন্তান প্রিন্স হ্যারি। এবার বিনোদন ইন্ডাস্ট্রিতে পা রাখার মধ্য দিয়েই স্বনির্ভর হওয়ার প্রথম পদক্ষেপ গ্রহণ করলেন তারা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল সম্প্রতি বড়সড় চুক্তি স্বাক্ষর করেছেন ডিজিটাল প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সঙ্গে। বেশ কয়েক বছরের জন্য চুক্তি হয়েছে তাদের। 

সম্প্রতি একটি বিবৃতির মাধ্যমে এই দম্পতি জানিয়েছেন যে, ভাল কন্টেন্ট প্রোডিউস করাই তাদের উদ্দেশ্য। বাবা-মা হিসেবে চান এমন পরিবারিক শো প্রযোজনা করতে, যা সকলকে অনুপ্রেরণা জোগাবে।

আরো জানা গেছে, হলিউডে যাত্রা শুরুর গোড়াতেই এক প্রযোজনা সংস্থা খুলে ফেলেছেন প্রিন্স হ্যারি। যদিও এখনো নাম ঠিক হয়নি সেই সংস্থার। তবে শোনা যাচ্ছে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার ব্যানারেই বিভিন্ন তথ্যচিত্র, ডকুমেন্টারি সিরিজ, সিনেমা, রিয়ালিটি শো তৈরি করবেন হ্যারি ও মেগান।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ