বিনোদন ডেস্ক
মুক্তি পেতে যাচ্ছে লরেনের ‘ট্রল’

সদ্য প্রয়াত মডেল ও অভিনেত্রী লরেন মেন্ডেসের ওয়েব ছবি 'ট্রল' মুক্তি পেতে যাচ্ছে। শিগগিরই ভিডিও স্ট্রিমিং অ্যাপ সিনেম্যাটিক ও প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকের ইউটিউব চ্যানেলে মুক্তি দেয়া হবে।
মুক্তির তারিখ চূড়ান্ত না হলেও কিছুদিনের মধ্যে ছবিটি দর্শক দেখার সুযোগ পাবেন বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠানের কর্মকর্তারা। 'ট্রল' ওয়েব ছবিটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। লরেন মেন্ডেসের পাশাপাশি প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও তাহনিয়া ফারিন।
ছবির নির্মাতা জানিয়েছেন, ছবিতে লরেন আত্মহননের পথ বেছে নেয়ার আগেই ছবির কাজ শেষ করেছেন। এতে তাকে দেখা যাবে অপূর্বর ছোট বোনের চরিত্রে। মূলত ভাইবোনের ঘটনাবহুল জীবনকে ঘিরেই ছবির গল্প। লরেন তার চরিত্রটি বাস্তব করে পর্দায় তুলে ধরতে প্রচুর পরিশ্রম করেছেন। তার অভিনয় দর্শকের মনে ছাপ ফেলবে বলেও আশা প্রকাশ করেছেন নির্মাতা সঞ্জয় সমাদ্দার।
গত ৩০ আগস্ট গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন লরেন মেন্ডেস। ভালোবাসার মানুষটি ভিন্ন ধর্মের বলে মেনে নেননি লরেনের বাবা-মা। সেই ক্ষোভ থেকেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে পুলিশ প্রশাসন ও লরেনের পরিবার ও আত্মীয়স্বজনের ধারণা।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ