আপডেট: ২১:৫৮, ৫ সেপ্টেম্বর ২০২০
সেফটি মেনেই সব করেছেন রিয়া

ফাইল ছবি
সানজানা সরকার রিয়া ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয় দিয়ে আবারো শুটিং শুরু করেছেন। তবে শুটিং এর শুরুটা যে বেশ ভালো ছিলো তা কিন্তু নয়।
এ ব্যাপারে রিয়া জানান, ২৪ আগস্ট শুটিংয়ে অংশ নিয়েছেন। তবে প্রথম দিন থেকেই শুটিং নিয়ে ভয়ে ছিলেন এই অভিনেত্রী। আর তার ভয়টা ছিরো করোনাভাইরাস নিয়ে।
রিয়া বলেন, শুটিং সেটে গিয়ে ভয় লাগছিল। কেউ যখন হাঁচি বা কাশি দিচ্ছিল বিশেষ করে তখন ভয় লাগছিল। অবশ্য সেফটি মেনেই সব করেছি। শট দেয়ার পর স্যানিটাইজার ব্যবহার করেছি বা ক্যামেরার পিছনে গিয়ে মাস্ক পরে ছিলাম।
থানায় শুটিং হওয়ার অনুভূতি জানিয়ে এই অভিনেত্রী বলেন, থানায় শুটিং হবে শুনে খুবই এক্সাইটেড ছিলাম। জেলার, হাজত, লকাপ, পুলিশ সম্পর্কে নতুন ধারণা পেয়েছি। পুলিশরাও খুব হেল্পফুল ছিল। এটা আমার জন্য এক অন্যরকম অভিজ্ঞতা। কারণ আগে এসব ফেইস করিনি।
‘ব্যালেচর পয়েন্ট’-এর নতুন সিজন নিয়ে নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, প্রত্যেকের চরিত্র আগেরটাই থাকবে। হয়তো নতুন কাস্টিং যোগ হতে পারে। কিন্তু কারো চরিত্রে পরিবর্তন আসবে না। তিনি বলেন, ধানমন্ডি থানায় রিয়া একদিন শুটিং করেছে। সম্ভবত এই প্রথম সে থানায় গিয়ে শুটিং করেছে।
৫৮ পর্ব থেকে মোশন রকের ব্যানারে ১০ সেপ্টেম্বর ধ্রুব টিভির ইউটিউবে সপ্তাহে (তিনদিন) বৃহস্পতিবার থেকে শনিবার রাতে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ২ আবার প্রচারে আসবে। ১৫ টির মতো পর্ব প্রচারের পর ‘সিজন ২’ শেষ হবে। পরের সপ্তাহ থেকে শুরু হবে ব্যাচেলর পয়েন্ট ‘সিজন ৩’।
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ