Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

প্রকাশিত: ১০:৪৯, ৬ সেপ্টেম্বর ২০২০

এবার গ্রেপ্তার সুশান্তের কর্মচারী

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় এবার গ্রেপ্তার হলেন তার কর্মচারী দীপেশ সবন্ত।

মাদক পাচার এবং সরবরাহের অভিযোগে শনিবার রাতে দীপেশকে গ্রেপ্তার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। সুশান্ত মৃত্যু রহস্যে অন্যতম প্রত্যক্ষদর্শী হলেন তিনি।

এর আগে শুক্রবার রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী ও সুশান্তের বাড়ির ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে গ্রেপ্তার করা হয়।

এনসিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাতেই সৌভিক এবং স্যামুয়েলের পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয় দীপেশকেও। তাদের তিনজনকে মুখোমুখি বসিয়েও জেরা করা হয় বলে এনসিবি সূত্রে খবর। সংবাদ সংস্থা এএনআই-কে ওই কেন্দ্রীয় সংস্থা জানিয়েছে, তাদের তিনজনের বিরুদ্ধেই উপযুক্ত প্রমাণ রয়েছে। রবিবার দীপেশকে আদালতে পেশ করা হবে।

একটি সূত্র থেকে জানা গেছে, স্যামুয়েল ইতিমধ্যেই জেরায় এনসিবি-কে জানিয়েছেন, গত বছর সেপ্টেম্বর থেকে এ বছরের মার্চ পর্যন্ত সুশান্তকে গাঁজার জোগান দিতেন তিনি।

সৌভিকের বন্ধু সূর্যদীপ নামে এক মাদক পাচারকারীর কাছ থেকেই গাঁজা সংগ্রহ করতেন তিনি। সেই গাঁজা স্যামুয়েল পৌঁছে দিতেন কখনও সুশান্তের ফ্ল্যাটে, আবার কখনও বা রিয়ার বাড়িতে।

দীপেশ মূলত সুশান্তের বাড়ির কেয়ারটেকার ছিলেন। অন্য দুই পরিচারক কেশব এবং নীরজের সঙ্গে সুশান্তের ডুপ্লেফ্ল্যাটের নিচের তলায় থাকতেন তিনি। সুশান্ত যেদিন মারা যান সে দিন বান্দ্রার ফ্ল্যাটে ছিলেন দীপেশও।

 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ