বিনোদন ডেস্ক
সালমানের মৃত্যুতে সিনেমার অনেক ক্ষতি হয়েছে : অমিত হাসান

সালমান শাহ চলে যাওয়ার ২৪ বছর হলো আজ। অথচ একবিন্দু কমেনি তার জনপ্রিয়তা ও আবেদন। বরং প্রজন্ম থেকে প্রজন্মে আরও অনেক বেশি রঙিন হয়েছে তাকে নিয়ে ভালোবাসার রঙ।
কেউ কেউ বলে থাকেন, সালমানের মতো জনপ্রিয় নায়ক হয়তো আর কখনোই কোনোদিন জন্মাবে এই না এই ইন্ডাস্ট্রিতে।
অভিনেতা অমিত হাসান বলছেন, অকালে সালমান শাহের চলে যাওয়াটা তৎকালীন সিনেমা ইন্ডাস্ট্রির জন্য অপূরণীয় ক্ষতি ছিলো।
সালমান স্মরণে অমিত বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করিনি। কিন্তু তার সঙ্গে আলাপ ছিলো। আমার সঙ্গে ওর খুব কম দেখা হয়েছে। দেখা হলে ‘ভাইয়া কেমন আছেন’, আমিও আস্ক করতাম ‘তুমি কেমন আছো?’। এফডিসিতে দুইদিন আর এলিফেন্ট রোডে দুইদিন হঠাৎ করে দেখা হয়েছে। খুব স্মার্ট।’
তিনি আরো বলেন, ‘সালমান ইয়ংদের মধ্যে একটি ক্রেজ তৈরি করেছিল। যখন ওকে নিয়ে ইন্ডাস্ট্রি অনেক কিছু ভাবছিলো তখনই চলে গেল। ওর চলে যাওয়ায় সিনেমার জন্য অনেক ক্ষতি হয়েছে। আমি ওর যতগুলো সিনেমা দেখেছি বেশ দারুণ লেগেছে আমার। খুব ভালো মানের একজন শিল্পী ছিলো সালামান। তার মতো শিল্পীকে হারানো মানে ইন্ডাস্ট্রিতে বিগ মাইনাস।’
সালমান শাহের ২৪তম মৃত্যুবার্ষিকীতে অভিনেতার আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন অমিত হাসান।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ