Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:১৪, ৬ সেপ্টেম্বর ২০২০

সালমানের মৃত্যুতে সিনেমার অনেক ক্ষতি হয়েছে : অমিত হাসান

সালমান শাহ চলে যাওয়ার ২৪ বছর হলো আজ। অথচ একবিন্দু কমেনি তার জনপ্রিয়তা ও আবেদন। বরং প্রজন্ম থেকে প্রজন্মে আরও অনেক বেশি রঙিন হয়েছে তাকে নিয়ে ভালোবাসার রঙ।

কেউ কেউ বলে থাকেন, সালমানের মতো জনপ্রিয় নায়ক হয়তো আর কখনোই কোনোদিন জন্মাবে এই না এই ইন্ডাস্ট্রিতে।

অভিনেতা অমিত হাসান বলছেন, অকালে সালমান শাহের চলে যাওয়াটা তৎকালীন সিনেমা ইন্ডাস্ট্রির জন্য অপূরণীয় ক্ষতি ছিলো।

সালমান স্মরণে অমিত বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করিনি। কিন্তু তার সঙ্গে আলাপ ছিলো। আমার সঙ্গে ওর খুব কম দেখা হয়েছে। দেখা হলে ‘ভাইয়া কেমন আছেন’, আমিও আস্ক করতাম ‘তুমি কেমন আছো?’। এফডিসিতে দুইদিন আর এলিফেন্ট রোডে দুইদিন হঠাৎ করে দেখা হয়েছে। খুব স্মার্ট।’

তিনি আরো বলেন, ‘সালমান ইয়ংদের মধ্যে একটি ক্রেজ তৈরি করেছিল। যখন ওকে নিয়ে ইন্ডাস্ট্রি অনেক কিছু ভাবছিলো তখনই চলে গেল। ওর চলে যাওয়ায় সিনেমার জন্য অনেক ক্ষতি হয়েছে। আমি ওর যতগুলো সিনেমা দেখেছি বেশ দারুণ লেগেছে আমার। খুব ভালো মানের একজন শিল্পী ছিলো সালামান। তার মতো শিল্পীকে হারানো মানে ইন্ডাস্ট্রিতে বিগ মাইনাস।’

সালমান শাহের ২৪তম মৃত্যুবার্ষিকীতে অভিনেতার আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন অমিত হাসান।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ