Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৭, ৬ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৭:০৬, ৬ সেপ্টেম্বর ২০২০

করোনায় আক্রান্ত বলিউড অভিনেতা অর্জুন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। রোববার অর্জুন নিজেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই খবরটি নিশ্চিত করেছেন। নিজের স্বাস্থ্যের আপডেট দিয়ে তিনি জানিয়েছেন, ঠিক আছেন। 

অর্জুন ইনস্টাগ্রামের দেওয়া এক পোস্টে লিখেছেন, আপনাদের সকলকে আমার এটা জানানো উচিত যে আমি করোনা আক্রান্ত হয়েছি। আমি ঠিক আছি এবং আমার কোনো উপসর্গ নেই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমি বাড়িতে আইসোলেশনে রয়েছি। কর্তৃপক্ষের নির্দেশে আমি এখন হোম কোয়ারেন্টিনে থাকবো। আপনাদের সকলের সমর্থনের জন্য আমি ধন্যবাদ জানাই এবং আপনাদের সকলকে স্বাস্থ্যের সম্পর্কে সমস্তটা জানাতে থাকবো। এটা একটা কঠিন সময়ে এবং আমার বিশ্বাস যে মানবজাতি এই ভাইরাসের সঙ্গে লড়েবে।

অর্জুন কাপুরকে শেষ দেখা গেছে পানিপথ ছবিতে। তার বিপরীতে অভিনয় করেছেন কৃতি সানন। তবে এই মুহূর্তে কোনো ছবির কাজ শুটিংয়ের যাচ্ছেন না তিনি। কারণ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজেকে কোয়ারেন্টিনে করে রাখছেন অর্জুন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ