Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৩৪, ৭ সেপ্টেম্বর ২০২০

অসুস্থ হয়ে আবারো হাসপাতালে চিত্রনায়ক ফারুক

আবারো হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। শনিবার (৫ আগস্ট) থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপলো হাসপাতাল) চিকিৎসাধীন আছেন। 

এভারকেয়ার হাসপাতালের হেড অব মেডিক্যাল সার্ভিসেস ডা. আরিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত শনিবার আকবর হোসেন ফারুক সাহেব আমাদের হাসপাতালে ভর্তি হয়েছেন। যে পরিস্থিতিতে ওনাকে এখানে আনা হয়েছে, সেখান থেকে তার উন্নতি হয়েছে। তবে তার জ্বর এখনো কমছে না। বিষয়টি চিকিৎসকরা পর্যবেক্ষণ করছেন, চিকিৎসা চলছে।

এদিকে আকবর হোসেন ফারুকের স্ত্রী ফারহানা ফারুক জানান, উন্নত চিকিৎসার জন্য ফারুককে সিঙ্গাপুরে নেয়া হতে পারে। সে বিষয়টি প্রক্রিয়াধীন।

এর আগে গত রোববার (১৬ আগস্ট) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় ফারুককে। কয়েকবার তার করোনা টেস্ট করা হয়। কিন্তু রেজাল্ট নেগেটিভ আসে। গত ১৮ আগস্ট হাসপাতালের বিছানায় শুয়েই নিজের জন্মদিন কাটিয়েছেন তিনি।  

গত ২৩ আগস্ট হাসপাতাল থেকে বাসায় ফেরেন কিংবদন্তি এই অভিনেতা। এর দুইদিন পর পুনরায় জ্বর আসায় ফের তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কয়েকদিন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেন তিনি। তখনো জ্বর না কমায় শনিবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন ফারুক।

প্রায় পাঁচ দশক ধরে বড় পর্দা মাতিয়েছেন ফারুক। তবে এখন আর অভিনয় দেখা যায় না তাকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ