বিনোদন ডেস্ক
অসুস্থ হয়ে আবারো হাসপাতালে চিত্রনায়ক ফারুক

আবারো হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। শনিবার (৫ আগস্ট) থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপলো হাসপাতাল) চিকিৎসাধীন আছেন।
এভারকেয়ার হাসপাতালের হেড অব মেডিক্যাল সার্ভিসেস ডা. আরিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত শনিবার আকবর হোসেন ফারুক সাহেব আমাদের হাসপাতালে ভর্তি হয়েছেন। যে পরিস্থিতিতে ওনাকে এখানে আনা হয়েছে, সেখান থেকে তার উন্নতি হয়েছে। তবে তার জ্বর এখনো কমছে না। বিষয়টি চিকিৎসকরা পর্যবেক্ষণ করছেন, চিকিৎসা চলছে।
এদিকে আকবর হোসেন ফারুকের স্ত্রী ফারহানা ফারুক জানান, উন্নত চিকিৎসার জন্য ফারুককে সিঙ্গাপুরে নেয়া হতে পারে। সে বিষয়টি প্রক্রিয়াধীন।
এর আগে গত রোববার (১৬ আগস্ট) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় ফারুককে। কয়েকবার তার করোনা টেস্ট করা হয়। কিন্তু রেজাল্ট নেগেটিভ আসে। গত ১৮ আগস্ট হাসপাতালের বিছানায় শুয়েই নিজের জন্মদিন কাটিয়েছেন তিনি।
গত ২৩ আগস্ট হাসপাতাল থেকে বাসায় ফেরেন কিংবদন্তি এই অভিনেতা। এর দুইদিন পর পুনরায় জ্বর আসায় ফের তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কয়েকদিন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেন তিনি। তখনো জ্বর না কমায় শনিবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন ফারুক।
প্রায় পাঁচ দশক ধরে বড় পর্দা মাতিয়েছেন ফারুক। তবে এখন আর অভিনয় দেখা যায় না তাকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ