Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৫৭, ৭ সেপ্টেম্বর ২০২০

আসছে শফি মণ্ডলের ‘ভবের হাটে’

বাংলাদেশের বাউল সংগীত জগতে জনপ্রিয় একটি নাম শফি মণ্ডল। এককভাবে যিনি সৃষ্টি করেছে তার বিশেষ এক ঘরানা। শ্রোতাদের জন্য একের পর এক উপহার দিচ্ছেন তার নিত্য নতুন গান।

এবার আসছে তার নতুন গানের মিউজিক ভিডিও ‘ভবের হাটে’। যদিও এই গানের ভিডিও নির্মাণ করা হয়েছে বেশ কিছুদিন আগেই।

গীতিকার আশরাফুল হক তরুণ লেখায় গানটির সুর করেছেন এস আই শহিদ। সংগীত পরিচালনা করেছেন অমিত চ্যাটার্জি। ইউনুস মিয়াজি’র পরিচালনায় এ গানের পুরো শুটিং হয়েছে ঢাকার বাইরে।

‘ভবের হাটে’ প্রসঙ্গে গণমাধ্যমে শফি মণ্ডল জানালেন, ‘আমার কাছে অনুভূতির সর্বোচ্চ জায়গা মানবপ্রেম ও স্রষ্টার সাহায্য। আশরাফুল হক তুরন সে রকম একটি অনুভূতির গান লিখলেন আমার জন্য। একটা ভালো গানের অংশীদার হতে যাচ্ছি এটা আমার জন্য অনেক ভালো লাগার বিষয়। পরিচালক ইউনুছ যত্ন সহকারে ভিডিওটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।’

গানটি খুব শিগগিরই এ কে মিউজিক বাংলা ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানালেন শিল্পী শফি মণ্ডল।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ