Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৯, ৮ সেপ্টেম্বর ২০২০

না ফেরার দেশে তেলেগু অভিনেতা জয়প্রকাশ

তেলুগু অভিনেতা জয়প্রকাশ রেড্ডি আর নেই। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে অন্ধ্রপ্রদেশের গুন্টুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

চরিত্র অভিনেতা ও কমেডিয়ান হিসেবে সিনেমায় অভিনয় করেন জয়প্রকাশ রেড্ডি। তার ক্যারিয়ার শুরু হয় ‘ব্রহ্মপুত্রুদু’ ছবি দিয়ে।

সবার নজরে আসেন ‘সমরসিমা রেড্ডি’তে অভিনয়ের মাধ্যমে। এরপর বিভিন্ন সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। জয়প্রকাশ অভিনীত উল্লেখযোগ্য ছবি হলো প্রেমিনচুকুদাম রা, গব্বর সিং, চেন্নাকেশবারেড্ডি, সিথাইয়া ও টেম্পার।

তার প্রয়াণে খবরে শোকের ছায়া নেমে আসে তেলুগু ছবির জগতে। অভিনেতা সুধীর বাবু টুইটে লেখেন, “সাংঘাতিক একটা খবরে ঘুম ভাঙল। শান্তিতে বিশ্রাম নিন, স্যার।”

১৯৪৬ সালের ৮ মে ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নল জেলার শ্রিভেলা গ্রামে জন্মেছিলেন জয় প্রকাশ রেড্ডি। অভিনয় জগতে প্রবেশের আগে জেপি পুলিশের এসআই পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ