বিনোদন ডেস্ক
দীর্ঘদিন পর বিটিভির নাটকে ফিরছেন একঝাঁক তারকা

একসময় বাংলাদেশ টেলিভিশনের নাটক দিয়েই ক্যারিয়ারে পা রাখেন অভিনয়শিল্পী জাহিদ হাসান, তারিন, তানভীন সুইটির মতো তারকারা। বহুদিন পর আবারও একসঙ্গে বিটিভির নাটকে ফিরছেন এই তারকারা।
প্রথমবারের মত বিটিভির জন্য নাটক নির্মাণ করছেন জনপ্রিয় অভিনয়শিল্পী জাহিদ হাসান। তার নাটকের মধ্য দিয়ে আবার বিটিভির নাটকে ফিরবেন জনপ্রিয় কিছু তারকারা।
নব্বইয়ের দশকে প্রথম বিটিভির নাটকে অভিনয় করেন জাহিদ হাসান। তার অভিনীত অসংখ্য জনপ্রিয় নাটক রয়েছে। বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের নক্ষত্রের রাত, আজ রবিবার, সবুজ ছায়া, সবুজ ছাতা ধারাবাহিকগুলো দিয়ে জনপ্রিয় হন জাহিদ হাসান।
নাটকটি নির্মাণ প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘বিটিভিতে অভিনয় করেই আমি বড় হয়েছি। এখান থেকেই আমার মিডিয়ায় কাজ করার শুরু, পরিচিতি পেয়েছি। সেই দায়বদ্ধতার জায়গা থেকে ধারাবাহিকটি নির্মাণ করছি।’
তিনি আর জানান, সেই সময় যাঁদের সঙ্গে বিটিভিতে কাজ করেছেন, তাঁদের কেউ কেউ এবং এই প্রজন্মের কিছু অভিনয়শিল্পী নাটকটিতে অভিনয় করবেন। নাটকে প্রধান একটি চরিত্রে থাকছেন তিনিও।
প্রায় তিন যুগ আগে শিশুশিল্পী হিসেবে বিটিভিতে অভিষেক হয় অভিনেত্রী তারিনের। অভিনয় জীবনে জাহিদ হাসান ও তারিন একসঙ্গে অসংখ্য নাটকে অভিনয় করলেও এবারই প্রথম বিটিভির নাটকে একসাথে দেখা যাবে তাদেরকে। নব্বই দশকের কাজের অভিজ্ঞতা সম্পর্কে এই অভিনেত্রী বলেন, ‘আমরা যখন কাজ করেছি, তখন কাজের পরিবেশ, কাজের প্রতি আস্থা ও বিশ্বাস, একজন শিল্পীর প্রতি আরেকজন শিল্পীর শ্রদ্ধা–সম্মান—সবকিছুই অন্য রকম ছিল। সবাই সিনসিয়ারলি কাজ করেছি। শুটিংয়ের আগে আমরা টিমের সবাই কয়েক দিন রিহার্সাল করতাম। কার কোন কস্টিউম কিংবা প্রপস লাগবে, সেগুলো আগে থেকেই পরিকল্পনা করতাম। এসব কারণে শুটিংয়ের আগেই আমরা প্রত্যেকে চরিত্রের সঙ্গে মিশে যেতাম।’
বিটিভির জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে কোথাও কেউ নেই, সংশপ্তক, অয়োময়, আজ রবিবার কিংবা বহুব্রীহি এর মতো নাটকগুলো। এ সকল নাটক দেখার জন্য দর্শকেরা আগে থেকেই পরিবারের সদস্যদের নিয়ে টিভির সামনে বসে থাকতেন। নাটকগুলো জনপ্রিয় হওয়ার পেছনের গল্প প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘শুটিংয়ের আগে আমরা একসঙ্গে বসে পাণ্ডুলিপি পড়তাম। কার কী চরিত্র—আগে থেকেই জানতাম। মহড়ায় সহশিল্পীর অভিনয়ের মান বোঝা যেত। সমস্যা থাকলে নির্মাতা ধরে ধরে শিখিয়ে দিতেন। সবাই একটা পরিবারের মতো হয়ে কাজ করতাম। সবার মধ্যে ভালো করার একটা প্রতিযোগিতা হতো।’
জাহিদ হাসানের চিত্রনাট্যে নাটকটির প্রাথমিকভাবে নাম রাখা হয়েছে পিছুটান। পারিবারিক নানা গল্প উঠে আসবে নাটকটিতে। জাকির হোসেনের লেখা এ নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন আলীরাজ, ফারুক আহমেদ, সাজু খাদেম, নাবিলা ইসলাম, আরফানসহ আরও অনেকে।
এদিকে বিটিভির আরেকটি ধারাবাহিক নাটক নির্মাণ করবেন অভিনেত্রী আফসানা মিমি। শওকত ওসমানের উপন্যাস থেকে নাটকটির চিত্রনাট্য লেখার কাজ চলছে।
আইনিউজ/এসপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ