Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:১০, ৯ সেপ্টেম্বর ২০২০

মাদক চক্রের খোঁজে গ্রেপ্তার আরেক নায়িকা

কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে মাদক চক্রের খোঁজে কিছুদিন আগে আটক হয়েছিলেন অভিনেত্রী রাগিনী দ্বিবেদী। এই চক্রের তদন্তে নেমে এবার বেঙ্গালুরু ক্রাইম ব্রাঞ্চ গ্রেপ্তার করেছে আরেক নায়িকা সাঞ্জনা গলরানিকে।

শহরের হাই-এন্ড পার্টিতে মাদক সরবরাহ করার অভিযোগে রাগিনী গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই সাঞ্জনার সন্ধান পান গোয়েন্দারা।

মঙ্গলবার সকালে সাঞ্জনার ইন্দিরা নগরের বাড়িতে রেইড করে সিসিবি। তল্লাশি শেষে গ্রেপ্তার করা হয় অভিনেত্রীকে।

বেঙ্গালুরুর যুগ্ম কমিশনার সন্দীপ পাতিল জানান, আদালত থেকে সার্চ ওয়ারেন্ট পাওয়ার পর সাঞ্জনার বাড়িতে তল্লাশি চালানো হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য সিসিবি’র অফিসে নিয়ে যাওয়া হয়। গোয়েন্দারা জানান, সাঞ্জনার বন্ধু রাহুলের বিরুদ্ধে মাদক মামলায় জড়িত থাকার অভিযোগ ওঠার পর থেকেই অভিনেত্রীর গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল।

বেঙ্গালুরুতে জন্ম সাঞ্জনার। ২০০৬ সালে ‘ওরু কাধাল সিভিয়া’র ফিল্ম দিয়ে ইন্ডাস্ট্রিতে অভিষেক। এ ছাড়া ‘গান্দা হেনদাথি’ ফিল্মে অভিনয় করেছেন তিনি।

আলোচিত স্যান্ডেলউড মাদক চক্র মামলায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে আটক হয়েছে ৬ জন।

এ দিকে প্রয়াত সুশান্ত সিং রাজপুতের জন্য মাদক সংগ্রহ ও মাদক চক্রের সঙ্গে জড়িতের অভিযোগে মঙ্গলবার বলিউড নায়িকা রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ