বিনোদন ডেস্ক
কঙ্গনার অফিস ভাঙতে গেলো মুম্বাই পৌরসভা

অবৈধ স্থাপনার অভিযোগ তুলে বুধবার কঙ্গনার মুম্বাইয়ের অফিস ভাঙতে যায় বৃহন্মুম্বই পৌরসভা (বিএমসি)। এ নিয়ে হিমাচল থেকে ফিরেই তোপ দাগলেন তিনি।
নিজের মুম্বাইয়ের অফিসকে রামমন্দিরের সঙ্গে তুলনা করলেন কঙ্গনা রনৌত। পাশাপাশি মহারাষ্ট্র পুলিশকে বললেন ‘বাবর’। দাবি করলেন, রামমন্দিরের মতো তার অফিসকে ভাঙচুরের জন্য হাজির হয়েছে বাবর।
বুধবার সকাল থেকেই কঙ্গনার মনিকর্ণিকা ফিল্মসের অফিসের সামনে হাজির হতে শুরু করে বিএমসির কর্মীরা। বলিউড অভিনেত্রীর পালি হিলসের ওই বাংলো ও অফিস ভেঙে দেওয়া হবে বলে ক্রমাগত হুমকি দেওয়া হয়। শুরু হয় ভাঙচুর।
অফিস কীভাবে বিএমসির তরফে ভাঙচুর চালানো হচ্ছে, সেই ছবি নিজের টুইটার হ্যান্ডেলে প্রকাশ করেন কঙ্গনা। পাশাপাশি লেখেন, গণতন্ত্রের মৃত্যু। মুম্বাইকে ফের ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীরের’ সঙ্গেও তুলনা করেন।
এ দিকে অভিনেত্রীর অফিস ভাঙার ওপর স্থগিতাদেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। অর্থাৎ মণিকর্ণিকা ফিল্মসের দপ্তর ভাঙার কাজ আপাতত বন্ধ রাখতে হবে। সেই সঙ্গে পৌরসভার সিদ্ধান্তের বিরুদ্ধে যে আবেদন জমা দিয়েছেন অভিনেত্রী, কর্তৃপক্ষকে তারও জবাব দিতে নির্দেশ দিয়েছে আদালত।
বেআইনি নির্মাণের অভিযোগ তুলে মঙ্গলবার মণিকর্ণিকা ফিল্মসের দপ্তরের বাইরে নোটিশ ঝুলিয়ে দেয় বিএমসি। ২৪ ঘণ্টার মধ্যে সেই নোটিশের জবাব দিতে বলা হয়েছিল অভিনেত্রীকে। বুধবার সকাল পর্যন্ত জবাব না পেয়ে দুপুরে বুলডোজার নিয়ে অফিস ভাঙার কাজ শুরু করে দেয় কর্তৃপক্ষ। ওই অফিসের বাইরে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী।
এ নিয়ে মুম্বাই পুলিশকে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের সঙ্গে তুলনা করেন তিনি। কঙ্গনা লেখেন, ‘‘মণিকর্ণিকা ফিল্মসের অধীনে প্রথমে অযোধ্যা নামের একটি ছবির ঘোষণা হয়। আমার জন্য সেটি শুধুমাত্র ইট-পাথরের কোনো ইমারত নয়, বরং রামমন্দিরের সমান। আজ সেখানে বাবর এসেছে। ফের ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। ফের ভাঙা হবে রামমন্দির। কিন্তু একটা কথা মনে রেখো বাবর, মন্দির ফের গড়ে উঠবেই। জয় শ্রী রাম, জয় শ্রী রাম।’’
অফিসের বাইরে মোতায়েন পুলিশের একটি ছবি পোস্ট করে কঙ্গনা আরও লেখেন, ‘‘বাবর এবং তার বাহিনী। গণতন্ত্রকে মেরে ফেলা হচ্ছে।’’
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে মুম্বাই পুলিশের ভূমিকা নিয়ে শুরু থেকেই সরব কঙ্গনা। শিবসেনা-এনসিপি এবং কংগ্রেসের জোট সরকারের আমলে মুম্বাই পাক অধিকৃত কাশ্মীরে পরিণত হয়েছে এবং সেখানে ফিরতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও সম্প্রতি মন্তব্য করেন কঙ্গনা। এর পর তাকে কড়া নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ