বিনোদন ডেস্ক
৫৪ বছরে পা রাখলেন অক্ষয় কুমার

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের জন্মদিন আজ। ১৯৬৭ সালের এই দিনে পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেন তিনি।
পারিবারিক নামে অক্ষয় কুমার, ভক্ত ও কাছের মানুষেরা তাকে আক্ষি বলেই ডাকেন। এবারে ৫৪ বছরে পা দিলেন তিনি। জন্মদিনে স্ত্রী টুইংকেল খান্না, সন্তান, পরিবারের অন্যান্য সদস্য ও বন্ধুদের ভালোবাসায় ভাসছেন তিনি। সোশাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরা।
বর্তমান সময়ে তিনিই ইন্ডাস্ট্রির সবচেয়ে দামি অভিনেতা। অর্থাৎ সবচেয়ে বেশি পারিশ্রমিক পান তিনি। ম্যাগাজির ফোর্বসের হিসেব ও তালিকা সে কথাই বলছে। আয়ের দিক থেকেও বলিউডের শীর্ষ তালিকায় রয়েছেন তিনি গেল কয়েক বছর ধরে।
অক্ষয় কুমার ২৯ বছরেরও অধিক সময় ধরে অভিনয় করছেন। অক্ষয় কুমার সম্পর্কে বলা হচ্ছে যে ১১৩টির মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। যার মধ্যে অর্ধ শতাধিক ছবি ব্যবসায়িক সাফল্য পেয়েছে। সিনেমায় তার উপস্থিতি দর্শক মাতিয়েছে। ক্যারিয়ারজুড়ে পেয়েছেন জনপ্রিয়তা, অর্থ-নাম ও খ্যাতি।
অভিনয়ের পাশাপাশি সমাজসেবামূলক কাজেও সক্রিয় অক্ষয় কুমার। দেশের যে কোনো সংকটে অসহায়দের পাশে তাকে দেখা যায় সবার আগে। চলমান করোনা মহামারিতেও আক্ষি নিজেকে নিবেদিত রেখেছেন মানুষের জন্য।
নব্বইয়ের দশকে তিনি মূলত অ্যাকশনধর্মী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন। তবে পরবর্তীকালে তিনি নাট্যধর্মী, প্রণয়ধর্মী ও হাস্যরসাত্মক চলচ্চিত্রে অভিনয় করেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন।
ভারতীয় চলচ্চিত্র শিল্পে তার অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৮ সালে উইন্ডসর বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করে। ২০০৯ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করে। ২০১১ সালে চলচ্চিত্র শিল্পে তার অনন্য অবদানের জন্য তিনি এশিয়ান অ্যাওয়ার্ডস থেকে সম্মাননা লাভ করেন।
আইনিউজ/এসপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ