Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:১১, ৯ সেপ্টেম্বর ২০২০

পশুদের ভালোবেসে নিজের প্রিয় মারুতি দান করলেন জন

পশুদের নিয়ে কাজ করে স্বেচ্ছাসেবী সংস্থা অ্যানিমেল ম্যাটার টু মি বা এএমটিএম। এই সংস্থাকে নিজের প্রিয় মারুতি জিপসি দান করে দিলেন বলিউড তারকা জন আব্রাহাম।

সোশ্যাল মিডিয়া পোস্টে জন আব্রাহামকে ধন্যবাদ দিয়ে এই কথা জানিয়েছে সংস্থাটি। মহারাষ্ট্রের কোলাদে পশুদের উদ্ধার ও তাদের জন্য চিকিৎসা সরঞ্জাম নিয়ে আসার কাজে গাড়িটি ব্যবহার হবে।

এএমটিএমের পক্ষ থেকে বলা হয়, “গত পাঁচ বছর ধরেই জন আব্রাহাম আমাদের যথেষ্ট সাহায্য করে আসছেন। তার এই দয়ার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আগামী দিনে আরও ভালো কাজ করার চেষ্টা করবো।”

মুম্বাইয়ের লোকহিতৈষী গণেশ নায়াক এই স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা। পথ কুকুর, পরিত্যক্ত পশু, পাখি ও সরীসৃপদের জন্য কাজ করেন তারা।

করোনার কারণে লকডাউনের মধ্যে অত্যন্ত খারাপ অবস্থায় পড়েছিল পথে পথে ঘুরে বেড়ানো পশুরা। সেই সময় এই প্রাণীদের খাবার সরবরাহ করেছে এএমটিএম।

গাড়ি ও মোটরসাইকেলের প্রতি বিশেষ অনুরাগ রয়েছে জন আব্রাহামের। মডেলিং শুরু করার পর প্রথম দিকে যে গাড়িগুলো কিনেছিলেন তার অন্যতম এই মারুতি জিপসি। গত কয়েক বছরে নিজের গ্যারেজ নানা ধরনের গাড়িতে ভরিয়ে তুলেছেন জন। তার সংগ্রহের মধ্যে আছে লাম্বারঘিনি গাল্লারডো, অডি কিউ ৭ ও নিশান জিটি-আর।

ক্যারিয়ারের শুরুর দিকে কেনা মারুতি জিপসিটার প্রতি বিশেষ ভালোবাসা ছিল অভিনেতার।

জনের সংগ্রহে থাকা বাইকের মধ্যে রয়েছে কাওয়াসাকি নিনজা জেডএক্স-১৪আর, এপ্রিলিয়া আরএসভি৪ আরএফ, ইয়ামা- দ্য ওয়াইএফজেড-আর১, ডুক্যাটি প্যানিগেল ভি৪, ইয়ামা ভিম্যাক্সসহ আরও কিছু নামি ব্র্যান্ড।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ