বিনোদন ডেস্ক
পশুদের ভালোবেসে নিজের প্রিয় মারুতি দান করলেন জন

পশুদের নিয়ে কাজ করে স্বেচ্ছাসেবী সংস্থা অ্যানিমেল ম্যাটার টু মি বা এএমটিএম। এই সংস্থাকে নিজের প্রিয় মারুতি জিপসি দান করে দিলেন বলিউড তারকা জন আব্রাহাম।
সোশ্যাল মিডিয়া পোস্টে জন আব্রাহামকে ধন্যবাদ দিয়ে এই কথা জানিয়েছে সংস্থাটি। মহারাষ্ট্রের কোলাদে পশুদের উদ্ধার ও তাদের জন্য চিকিৎসা সরঞ্জাম নিয়ে আসার কাজে গাড়িটি ব্যবহার হবে।
এএমটিএমের পক্ষ থেকে বলা হয়, “গত পাঁচ বছর ধরেই জন আব্রাহাম আমাদের যথেষ্ট সাহায্য করে আসছেন। তার এই দয়ার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আগামী দিনে আরও ভালো কাজ করার চেষ্টা করবো।”
মুম্বাইয়ের লোকহিতৈষী গণেশ নায়াক এই স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা। পথ কুকুর, পরিত্যক্ত পশু, পাখি ও সরীসৃপদের জন্য কাজ করেন তারা।
করোনার কারণে লকডাউনের মধ্যে অত্যন্ত খারাপ অবস্থায় পড়েছিল পথে পথে ঘুরে বেড়ানো পশুরা। সেই সময় এই প্রাণীদের খাবার সরবরাহ করেছে এএমটিএম।
গাড়ি ও মোটরসাইকেলের প্রতি বিশেষ অনুরাগ রয়েছে জন আব্রাহামের। মডেলিং শুরু করার পর প্রথম দিকে যে গাড়িগুলো কিনেছিলেন তার অন্যতম এই মারুতি জিপসি। গত কয়েক বছরে নিজের গ্যারেজ নানা ধরনের গাড়িতে ভরিয়ে তুলেছেন জন। তার সংগ্রহের মধ্যে আছে লাম্বারঘিনি গাল্লারডো, অডি কিউ ৭ ও নিশান জিটি-আর।
ক্যারিয়ারের শুরুর দিকে কেনা মারুতি জিপসিটার প্রতি বিশেষ ভালোবাসা ছিল অভিনেতার।
জনের সংগ্রহে থাকা বাইকের মধ্যে রয়েছে কাওয়াসাকি নিনজা জেডএক্স-১৪আর, এপ্রিলিয়া আরএসভি৪ আরএফ, ইয়ামা- দ্য ওয়াইএফজেড-আর১, ডুক্যাটি প্যানিগেল ভি৪, ইয়ামা ভিম্যাক্সসহ আরও কিছু নামি ব্র্যান্ড।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ