Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:২৬, ১০ সেপ্টেম্বর ২০২০

শুটিংয়ে ফিরলেন শাকিব খান

করোনাভাইরাসের কারণে বেশ কয়েকদিন শুটিং থেকে দূরে ছিলেন ঢাকাইয়া ছবির শীর্ষ নায়ক শাকিব খান। কিন্তু আজ সকালে নির্মাতা অনন্য মামুনের ‘নবাব এলএলবি’ ছবির শুটিংয়ে অংশ নিয়ে কাজে ফিরলেন তিনি। এ ছবির চরিত্রের জন্য টানা এক মাস পরিশ্রম করেছেন শাকিব খান।

নির্মাতা অনন্য মামুন জানান আগামী ১০ অক্টোবর পর্যন্ত টানা শুট করবেন। শাকিব খানের বর্তমান চরিত্র নির্মাতার কল্পনার সঙ্গেও মানানসই। টানা শুটিং করে ছবির কাজ শেষ করার আশা প্রকাশ করেছেন পরিচালক। আজ রাজধানীর তিনশ ফিটে বেশ কিছু সিকোয়েন্স শুট করেছেন বলে জানান পরিচালক। 

এ ছবির মধ্য দিয়ে সাত বছর পর জুটি বাঁধলেন শাকিব খান ও মাহিয়া মাহি। এর আগে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ২০১৩ সালে ‘ভালোবাসা আজকাল’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন দেশের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শাকিব খান ও মাহিয়া মাহি।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ