Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৪১, ১১ সেপ্টেম্বর ২০২০

বলিউডের সর্বোচ্চ বাজেটের ছবি হবে ‘টাইগার থ্রি’!

এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায়-এর পর আসছে টাইগার থ্রি। এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি, তা মধ্যেই বলিউডের অতি প্রতীক্ষিত সিনেমায় পরিণত হয়েছে ‘টাইগার থ্রি’। শোনা যাচ্ছে, সালমান খান-ক্যাটরিনা কাইফ উপহার দিতে যাচ্ছেন বলিউডের সর্বোচ্চ বাজেটের ছবি।

সিরিজের দ্বিতীয় কিস্তি ‘টাইগার জিন্দা হ্যায়’ ভারতে আয় করে ৩৩৯ কোটি রুপির বেশি। পরের কিস্তিতে ৪০০ কোটির ঘর পার করতে চান নির্মাতারা। তাই আয়োজনে কোনো কমতি থাকছে না।

বলিউড হাঙ্গামা জানায়, ‘টাইগার থ্রি’র বাজেট ধরা হয়েছে ২০০ থেকে সোয়া ২০০ কোটি রুপি। যদি তা-ই হয়, তবে এ ছবি হবে বলিউডের সর্বকালের শীর্ষ বাজের ছবি। এর সঙ্গে যুক্ত হতে পারে প্রিন্ট ও প্রচার বাবদ ২০ থেকে ২৫ কোটি রুপি।

এ ছবিতে সালমানের পারিশ্রমিক ১০০ কোটি রুপির মতো। তবে সেটা নির্ভর করছে আয়ের ওপর।

ইয়াশ রাজ ফিল্মসের ‘ধুম’ সিরিজের মতো বড় ফ্র্যাঞ্চাইজি ‘টাইগার’। নতুন পর্বের মাধ্যমে প্রযোজক আদিত্য চোপড়া ভারতের অ্যাকশন সিনেমায় মাইলফলক তৈরি করতে চান। ৬ থেকে ৭ দেশে এর দৃশ্যায়ন হবে, থাকবে আন্তর্জাতিক স্ট্যান্ট টিম।

দুই বছর ধরে লেখা হচ্ছে ‘টাইগার থ্রি’র চিত্রনাট্য। যে কারণে ধরা হচ্ছে ইয়াশ রাজের সবচেয়ে উচ্চাভিলাষী প্রজেক্ট হতে যাচ্ছে এটি। ২৭ সেপ্টেম্বর আসছে এ ছবির ঘোষণা। পরিচালনা করবেন মনীশ শর্মা।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ