বিনোদন ডেস্ক
বলিউডের সর্বোচ্চ বাজেটের ছবি হবে ‘টাইগার থ্রি’!

এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায়-এর পর আসছে টাইগার থ্রি। এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি, তা মধ্যেই বলিউডের অতি প্রতীক্ষিত সিনেমায় পরিণত হয়েছে ‘টাইগার থ্রি’। শোনা যাচ্ছে, সালমান খান-ক্যাটরিনা কাইফ উপহার দিতে যাচ্ছেন বলিউডের সর্বোচ্চ বাজেটের ছবি।
সিরিজের দ্বিতীয় কিস্তি ‘টাইগার জিন্দা হ্যায়’ ভারতে আয় করে ৩৩৯ কোটি রুপির বেশি। পরের কিস্তিতে ৪০০ কোটির ঘর পার করতে চান নির্মাতারা। তাই আয়োজনে কোনো কমতি থাকছে না।
বলিউড হাঙ্গামা জানায়, ‘টাইগার থ্রি’র বাজেট ধরা হয়েছে ২০০ থেকে সোয়া ২০০ কোটি রুপি। যদি তা-ই হয়, তবে এ ছবি হবে বলিউডের সর্বকালের শীর্ষ বাজের ছবি। এর সঙ্গে যুক্ত হতে পারে প্রিন্ট ও প্রচার বাবদ ২০ থেকে ২৫ কোটি রুপি।
এ ছবিতে সালমানের পারিশ্রমিক ১০০ কোটি রুপির মতো। তবে সেটা নির্ভর করছে আয়ের ওপর।
ইয়াশ রাজ ফিল্মসের ‘ধুম’ সিরিজের মতো বড় ফ্র্যাঞ্চাইজি ‘টাইগার’। নতুন পর্বের মাধ্যমে প্রযোজক আদিত্য চোপড়া ভারতের অ্যাকশন সিনেমায় মাইলফলক তৈরি করতে চান। ৬ থেকে ৭ দেশে এর দৃশ্যায়ন হবে, থাকবে আন্তর্জাতিক স্ট্যান্ট টিম।
দুই বছর ধরে লেখা হচ্ছে ‘টাইগার থ্রি’র চিত্রনাট্য। যে কারণে ধরা হচ্ছে ইয়াশ রাজের সবচেয়ে উচ্চাভিলাষী প্রজেক্ট হতে যাচ্ছে এটি। ২৭ সেপ্টেম্বর আসছে এ ছবির ঘোষণা। পরিচালনা করবেন মনীশ শর্মা।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ