Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:০৬, ১২ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৫:৪০, ১২ সেপ্টেম্বর ২০২০

পুত্র সন্তানের মা হলেন শুভশ্রী

মা হলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। আজ শনিবার রাজ-শুভশ্রীর পরিবারে এলো এই খুশির খবর। পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী।

শনিবার বেলা ১ টা ৩৩ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রাজ-শুভশ্রীর সন্তানের জন্ম হয়। সন্তান জন্মের সুন্দর মুহূর্তে সাক্ষী ছিলেন রাজ চক্রবর্তী নিজেও। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।

শনিবার সকালেই অনুরাগীদের শুভ সকাল জানিয়ে শুভশ্রীর সঙ্গে ছবি পোস্ট করেছিলেন রাজ। খুব সম্ভবত, ছবিটি শুভশ্রী হাসপাতালে যাওয়ার আগের মুহূর্তের ছবি। তবে পুত্রের নাম এখনো ঠিক করা হয়নি।

এদিকে রাজ-শুভশ্রী দম্পতির ঘরে নতুন অতিথির আগমনে খুশির বান ডেকেছে পশ্চিমবঙ্গের সিনেমাপাড়ায়। অনেক তারকা শিল্পী ও নির্মাতারা শুভশ্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন।

এর আগে শুভশ্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে মা হওয়ার ঘোষণা দেন। সঙ্গে একটি ছবিও পোস্ট করেছিলেন তিনি। তাতে দেখা যায়, মুখোমুখি শুয়ে আছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী। রাজের হাতে একটি নেমপ্লেট। তাতে লেখা ছিল, ‘বেবি কামিং ২০২০।’

২০১৮ সালের ৬ মার্চ বাগদানের মধ্য দিয়ে রাজ-শুভশ্রীর প্রেমের সকল জল্পনা-কল্পনার অবসান ঘটে। ওই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ