Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:০১, ১২ সেপ্টেম্বর ২০২০

দুঃস্থ ছাত্রীর পড়ালেখার দায়িত্ব নিলেন দেব

বাবা পঙ্গু। মা অন্যের বাড়িতে কাজ করেন। ভারতের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার জয়শ্রী রানা এমন পরিবার থেকে মাধ্যমিক পাশ করেছেন নিজের টিউশনির অর্থে। কলেজে ভর্তির জন্য যখন প্রয়োজনীয় টাকা জোগাড় করতে পারছিলেন না, তখন তার পাশে দাঁড়িয়েছেন অভিনেতা দীপক অধিকারী দেব।

জয়শ্রী বাংলায় অনার্স পড়তে চেয়েছিলেন। পাঁশকুড়া কলেজে ফর্মও তোলেন। এরপর ভর্তিফি জোগাড় করতে না পেরে গ্রাম-পঞ্চায়েতের ও পাঁশকুড়া তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী অনামিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন।

অনামিকা তাকে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তার আগেই খবর চলে যায় ঘাটালের সাংসদ দেবের কাছে। এরপর তার প্রতিনিধিরা জয়শ্রীর সঙ্গে যোগাযোগ করেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, দেব নিজে ফি দিয়ে জয়শ্রীকে কলেজে ভর্তি করান। কথা দিয়েছেন, লেখাপড়ার জন্য যখন যা লাগবে তিনি দেবেন।

জয়শ্রীর মা উমা রানা এবং বাবা অম্বরনাথ রানা বলেন, ‘সাংসদ দীপক (দেব) অধিকারী দেবদূত হয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা খুব উপকৃত হলাম। খুব দুশ্চিন্তা ছিল। আমরা এখন মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারবো।’

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ