বিনোদন ডেস্ক
আজ দাদাগিরির গ্র্যান্ড ফিনালে

আজ ১৩ সেপ্টেম্বর শেষ হচ্ছে ‘দাদাগিরি সিজন ৮’। আসছে বছর আবার হবে, এই আশা দিয়ে। সব ভাল যার, শেষটাও যাতে অতি ভাল হয় সে জন্য আয়োজনের ত্রুটি রাখেনি জি বাংলা। চোখ ধাঁধাঁনো সেট।
আজ রাত সাড়ে ৮টার জি বাংলায় প্রচারিত হবে ‘তারায় তারায় খচিত’ দাদাগিরির গ্র্যান্ড ফিনালে। গানের আসরে থাকবেন চন্দ্রবিন্দু, সোমলতা আচার্য, রূপঙ্কর বাগচী, মনোময় ভট্টাচার্য, ইমন চক্রবর্তী, ‘ব্যান্ডেজ’ ব্যান্ড এবং মীর। থাকবে আড্ডাও।
প্রতি পর্বের বিজয়ী জেলা, প্রতিযোগীরা তো বটেই, বিশেষ আড্ডায় ‘মহারাজ’-কে সঙ্গ দেবেন কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু, সোনালী চৌধুরী, মনামী ঘোষ, ইমন চক্রবর্তীর মতো তারকা। মনামী মানেই নাচ, কাঞ্চন-বিশ্বনাথ এক হলেই হাসির ফোয়ারা।
প্রতিযোগিতার সঙ্গে বিনোদনের প্যাকেজ এই সিজনের স্পেশালিটি। ফিনালে উঠে আসা পাঁচ জেলার প্রতিনিধিদেরও সেলেবরা আড্ডার ফাঁকে প্রতিযোগিতায় জিততে সাহায্য করবেন।
২০১৯ সালের ১২ অক্টোবর সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় ‘দাদাগিরি’র সফর শুরু হয়। ছোটপর্দার মাধ্যমে বাংলার প্রতিটি ঘরে পৌঁছে যান সৌরভ। সেই সফর আজ পৌঁছে গিয়েছে অষ্টম সিজনে। অন্যান্য মরশুমের থেকে ব্যতিক্রম নতুন এই সিজন। প্রত্যেকটি এপিসোডে ‘গুগলি’, ‘ধাঁধা’র খেলার পাশাপাশি প্রতিযোগীদের দিন বদলের কাহিনি তুলে ধরেছেন সৌরভ।
মাঝে হানা দিয়েছিল করোনা ভাইরাস। লকডাউনে শোয়ের শুটিং বন্ধ হয়ে যায়। নিউ নর্মালে সুরক্ষাবিধি মেনে শুটিং শুরুর তোড়জোর চলছিল। এমন সময় সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিসের করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে। হোম কোয়ারেন্টাইনে থাকতে হয় সৌরভকে। ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার নিয়ম মেনে ফের শুটিং শুরু করেন সৌরভ। সুরক্ষাবিধি মেনেই শেষ করেন গ্র্যান্ড ফিনালের শুটিং।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ