Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:০৯, ১৩ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২২:০৩, ১৩ সেপ্টেম্বর ২০২০

দুবাইয়ে নারী পাচারে জড়িত গৌতমকে নিয়ে অপু বিশ্বাসের মন্তব্য

ফাইল ছবি

ফাইল ছবি

দুবাইয়ে ড্যান্সবারের আড়ালে নারী পাচারের অভিযোগে জনপ্রিয় কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জিজ্ঞাসাবাদের পর অনেকের নাম বলেছেন তিনি। শোনা যাচ্ছে, সেখানে কোরিওগ্রাফার গৌতম সাহার নামও উঠে এসেছে।

এদিকে গৌতম সাহা অপু বিশ্বাসের ম্যানেজার বলে জানা যায়। তবে বিষয়টি একদমই অস্বীকার করেছেন নায়িকা। গৌতম অপু বিশ্বাসের ম্যানেজার নন বলে নিজের অফিসিয়াল ফ্যানপেজে একটি স্ট্যাটাসও দিয়েছেন ঢালিউডের কুইন খ্যাত এ অভিনেত্রী।

অপু বিশ্বাস লিখেছেন, আমি একজন অভিনেত্রী হিসেবে মিডিয়াতে কম বেশি সবার সঙ্গে কাজের জন্য যোগাযোগ করতে হয়। আরেকটা কথা ক্লিয়ার ভাবে বলতে চাই আমার কোনো ব্যক্তিগত মিডিয়া ম্যানেজার নেই, পরিচিতজনের মাধ্যমে বিভিন্ন কাজের মিটিং বা কাজের প্রপোজাল পাই......আমি আবারো ক্লিয়ার করে বলতে চাই আমার ব্যক্তিগত কোনো মিডিয়া ম্যানেজার নেই।

যে নিউজটি আপনারা অলরেডি করেছেন আমার নাম জড়িয়ে, তারা দয়া করে কারেকশন করুন নতুবা আমি সাইবার ক্রাইম ডিভিশনে লিখিত অভিযোগ দেবো।

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ