বিনোদন ডেস্ক
আপডেট: ২২:০৩, ১৩ সেপ্টেম্বর ২০২০
দুবাইয়ে নারী পাচারে জড়িত গৌতমকে নিয়ে অপু বিশ্বাসের মন্তব্য

ফাইল ছবি
দুবাইয়ে ড্যান্সবারের আড়ালে নারী পাচারের অভিযোগে জনপ্রিয় কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জিজ্ঞাসাবাদের পর অনেকের নাম বলেছেন তিনি। শোনা যাচ্ছে, সেখানে কোরিওগ্রাফার গৌতম সাহার নামও উঠে এসেছে।
এদিকে গৌতম সাহা অপু বিশ্বাসের ম্যানেজার বলে জানা যায়। তবে বিষয়টি একদমই অস্বীকার করেছেন নায়িকা। গৌতম অপু বিশ্বাসের ম্যানেজার নন বলে নিজের অফিসিয়াল ফ্যানপেজে একটি স্ট্যাটাসও দিয়েছেন ঢালিউডের কুইন খ্যাত এ অভিনেত্রী।
অপু বিশ্বাস লিখেছেন, আমি একজন অভিনেত্রী হিসেবে মিডিয়াতে কম বেশি সবার সঙ্গে কাজের জন্য যোগাযোগ করতে হয়। আরেকটা কথা ক্লিয়ার ভাবে বলতে চাই আমার কোনো ব্যক্তিগত মিডিয়া ম্যানেজার নেই, পরিচিতজনের মাধ্যমে বিভিন্ন কাজের মিটিং বা কাজের প্রপোজাল পাই......আমি আবারো ক্লিয়ার করে বলতে চাই আমার ব্যক্তিগত কোনো মিডিয়া ম্যানেজার নেই।
যে নিউজটি আপনারা অলরেডি করেছেন আমার নাম জড়িয়ে, তারা দয়া করে কারেকশন করুন নতুবা আমি সাইবার ক্রাইম ডিভিশনে লিখিত অভিযোগ দেবো।
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ