Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১২:০৪, ১৪ সেপ্টেম্বর ২০২০

অভিনেতা মহিউদ্দিন বাহার মারা গেছেন

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ খ্যাত অভিনেতা মহিউদ্দিন বাহার মারা গেছেন । তার বয়স হয়েছিল ৭৩ বছর।

সোমবার ভোর পাঁচটার দিকে মহিউদ্দিন বাহারের মৃত্যু হয়।

পারিবারিক সূত্র জানায়, মহিউদ্দিন বাহার অনেক দিন ধরে হার্ট ও কিডনিসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। আজ ভোরের দিকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দয়াগঞ্জের বাসা থেকে দ্রুত ইব্রাহিম ডায়াবেটিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

মহিউদ্দিন বাহার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

আজ বাদ আসর দয়াগঞ্জে জানাজার পর সেখানকার কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার বড় ছেলে মো. মঈন উদ্দিন।

মহিউদ্দিন বাহার প্রায় ২৬ বছর ধরে ‘ইত্যাদি’তে সমাজের নানা অসংগতি নিয়ে অভিনয় করেন।

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ