Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৩১, ১৪ সেপ্টেম্বর ২০২০

ভারাক্রান্ত হৃদয় নিয়ে মুম্বাই ছাড়লেন কঙ্গনা

শেষ পর্যন্ত মুম্বাই ছাড়লেন কঙ্গনা রানাউত। সোমবার সকালে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন কঙ্গনা। তখন তার বাড়ির চারপাশে দেখা যায় নিরাপত্তার ঘেরাটোপ। 

গত বুধবার মানালির বাড়ি থেকে মুম্বাইতে পৌঁছান কঙ্গনা। টুইট যুদ্ধের পর অভিনেত্রীর পালি হিলের অফিস ভেঙে ফেলায় উদ্ধব ঠাকরের সরকারের সঙ্গে জোর বিবাদ শুরু হয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সম্পর্কে অপমানজনক মন্তব্য করার অভিযোগেই কঙ্গনার বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। এর আগে তিনি মুম্বাইকে ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর’ বলে উল্লেখ করেন। পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তোলেন।

মুম্বাই ছাড়ার আগেও তির্যক বাক্যবাণে নিজেকে অনলাইনে হাজির রাখেন তিনি। সেখানে আরেক দফা মুম্বাইকে ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর’ বলে উল্লেখ করেন। সোমবার জানান, মুম্বাই ছাড়তে তার হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠছে। তবে মুম্বাইতে যেভাবে তার বাড়ি ও অফিস ভেঙে দেওয়া হয়েছে, তার সঙ্গে ‘জঙ্গিপনার’ তুলনা করেন অভিনেত্রী। শুধু তাই নয়, মুম্বাইকে যে তিনি ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীরের’ সঙ্গে তুলনা করে কোনো ভুল কাজ করেননি, তা ফের জোর গলায় দাবি করেন। তাকে কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না বলেও জানান।

এ দিকে কঙ্গনার অফিসের যে অংশটি বেআইনি ছিল, তা ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি করা হয় পৌরসভার তরফে। যার উত্তরে কঙ্গনা বলেন, অফিস তৈরির জন্য পালি হিলের ওই ফ্ল্যাট তিনি শরদ পাওয়ারের ব্যবসায়িক অংশীদারের কাছ থেকে কিনেছিলেন। ফলে ওই ফ্ল্যাটের কিছু অংশ যদি বেআইনি হয়, তাহলে এর জবাব শরদ পাওয়ারকেই দিতে হবে।

রবিবার মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে সাক্ষাৎ করলেন নায়িকা। জানান, নিজের সঙ্গে ঘটা অন্যায়ের কথা জানাতেই রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন।

এ নিয়ে টুইটারে লেখেন, “একটু আগেই আমি মাননীয় রাজ্যপাল মহাশয় শ্রী ভগত সিং কোশিয়ারি জির সঙ্গে দেখা করলাম। আমি নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছি। আমি ওনাকে অনুরোধ করেছি যাতে আমাকে ন্যায়বিচার পাই, এবং একজন সাধারণ নাগরিক হিসেবেই ওনার সঙ্গে দেখা করেছি, আমাদের সমাজের নারী জাতির এক প্রতিনিধি হয়ে।”

মহারাষ্ট্র সরকারের সঙ্গে কঙ্গনার প্রকাশ্য দ্বন্দ্বের মাঝেই রাজ্যপালের সঙ্গে নায়িকার এই সাক্ষাৎ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। গত কয়েক দিন ধরেই উদ্ধব সরকারের সঙ্গে কঙ্গনার স্নায়ুযুদ্ধ চরমে।

এ দিকে শোনা যাচ্ছে, করোনা পরিস্থিতিতে কোয়ারেন্টাইন শর্ত না মানায় এত তাড়াতাড়ি মুম্বাই ছাড়তে হলো কঙ্গনাকে।

আইনিউজ/এসপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ