বিনোদন ডেস্ক
মহিউদ্দিন বাহারকে নিয়ে হানিফ সংকেতের স্মৃতিচারণ

দীর্ঘদিন থেকেই হার্ট, কিডনিসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিনেতা মহিউদ্দিন বাহার। অবশেষে আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে ইব্রাহিম ডায়াবেটিক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনি।
এই অভিনেতার মৃত্যুতে শোক নেমেছে অভিনয়ের আঙিনায়। অনেকেই তার সঙ্গে কাজের অভিজ্ঞতা জানাচ্ছেন, তাকে স্মরণ করছেন শ্রদ্ধায়।
‘ইত্যাদি’খ্যাত এই অভিনেতার মৃত্যুর শোক ছুঁয়েছে গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেত ও তার উপস্থাপনা-গ্রন্থনার ‘ইত্যাদি’ পরিবারকেও। আজ তিনি মহিউদ্দিন বাহারকে নিয়ে স্মৃতিচারণও করেছেন ফেসবুকে। সেখানে দীর্ঘ এক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন সদ্য প্রয়াত এই অভিনেতার অজানা অনেক কথা।
হানিফ সংকেত লিখেছেন, ‘চলে গেলেন ইত্যাদি’র আরও একজন নিয়মিত শিল্পী চলে গেলেন ইত্যাদি’র আরও একজন নিয়মিত শিল্পী মহিউদ্দিন বাহার। দীর্ঘদিন থেকেই তিনি হার্ট ও কিডনিসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। আজ ভোরের দিকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে দয়াগঞ্জের বাসা থেকে দ্রুত ইব্রাহিম ডায়াবেটিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুধু ইত্যাদিই নয়, আশির দশকের শুরু থেকে আমার প্রতিটি অনুষ্ঠানেই মহিউদ্দিন ভাই ছিলেন নিয়মিত শিল্পী। তার সঙ্গে ছিলো আমার আত্মিক সম্পর্ক। শুটিং ছাড়াও প্রায় নিয়মিতই তিনি আমার অফিসে-বাসায় আসতেন, গল্প করতেন। অভিনয়কে খুব ভালোবাসতেন। ইত্যাদিতে সর্বশেষ অভিনয় করেছেন ২০১৮ সালের মার্চ মাসে (ব্রাহ্মণবাড়িয়া পর্বে)।
সেসময়ও তিনি অসুস্থ ছিলেন, সেভাবে হাঁটাচলা করতে পারতেন না। কিন্তু অভিনয়ের প্রবল ইচ্ছে থাকায় আমরা এ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে আসি। সবাই মিলে কোলে করে তাকে দোতলায় উঠাই। অনেকদিন পর সহশিল্পীদের কাছে পেয়ে সারাদিন তাদের সঙ্গে গল্প করে কাটিয়ে দেন।
তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, সহজ-সরল মানুষ। অত্যন্ত সাদামাটা জীবন যাপন করতেন। সরকারের সিনিয়র সহকারী সচিব হিসেবে ২০০৫ সালে অবসর নেন এই অভিনেতা। খুব কাছ থেকে দেখেছি বলেই জানি, মহিউদ্দিন ভাই ছিলেন একজন সৎ, নীতিবান আদর্শ সরকারি কর্মকর্তা।’
মহিউদ্দিন বাহারের মৃত্যুতে শোক জানিয়ে তিনি লেখেন, ‘গুণী এই অভিনেতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার জন্য মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ