Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৮, ১৫ সেপ্টেম্বর ২০২০

এবার অ্যামাজন অ্যালেক্সায় অমিতাভ বচ্চন

টেক জায়ান্ট অ্যামাজনের ডিভাইস অ্যালেক্সার প্রথম ভারতীয় সেলেব্রিটি ভয়েস হিসেবে শোনা যাবে অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর। অ্যামাজন অ্যালেক্সার কাছে কিছু জানতে চাইলে এবার তা শুনতে পাবেন খোদ অমিতাভ বচ্চনের গলায়।

সোমবার বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে গাটছড়া বাঁধার কথা ঘোষণা করলেন অ্যামাজন অ্যালেক্সা। এর ফলে অ্যালেক্সা ব্যবহারকারী তার ভারতীয় ভক্তরা এক অনন্য অভিজ্ঞতা লাভ করতে পারবেন।

ভারতের এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, খুব শিগগিরই অমিতাভ বচ্চনের সাথে এই বিষয়ে কাজ শুরু করবে অ্যামাজন অ্যালেক্সা টিম। তার ভয়েস রেকর্ড করার কাজ শিগগিরই শুরু হবে বলে জানানো হয়েছে। আগামী বছর থেকেই অ্যালক্সা ডিভাইসে শোনা যাবে বিগ বি-র কণ্ঠস্বর।

অ্যামাজন ইন্ডিয়ার অ্যালেক্সার কান্ট্রি লিডার পুনীশ কুমার জানিয়েছেন, ‘যে কোনো ভারতীয়, যিনি বলিউডের সিনেমা দেখে বড় হয়েছেন, তার কাছে অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর একটা আলাদা জাদু নিয়ে আসে। এই কণ্ঠস্বর কোনো ভারতীয় কোনো দিন ভুলতে পারবেন না। সেই কারণেই আমাদের গ্রাহকদের এক অসাধারণ অভিজ্ঞতা দেওয়ার জন্য এই কণ্ঠস্বর তাদের জন্য নিয়ে আসছি আমরা।’

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে অমিতাভ তার ইনস্টাগ্রামে এক পোস্টে জানান, ‘আমি খুবই কৃতজ্ঞ এবং সম্মানিত বোধ করছি অ্যামাজনের সঙ্গে এই কাজে থাকতে পেরে।’

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ