বিনোদন ডেস্ক
‘মিস্টার বিন’ এর কারণে নিজের নামটাই হারিয়ে গেছে

নব্বই দশকের পর থেকে ‘মিস্টার বিন’ দেখে হাসেননি এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। প্রায় দুই দশকেরও অধিক সময় ধরে হাসির সিরিজে অভিনয় করে আসছেন এই অভিনেতা।
আসল নাম ‘রোয়ান অ্যাটকিনসন’। আর আমরা তাকে চিনি ‘মিস্টার বিন’ নামে। ‘মিস্টার বিন’ চরিত্রের সাথে রোয়ান অ্যাটকিনসন এতটাই মিশে গিয়েছিলেন যে তার আসল নামটাই হারিয়ে গেছে। তবে কাজটা এত সহজ ছিল না তার জন্য।
রোয়ান অ্যাটকিনসন যে শুধুমাত্র একজন কৌতুকাভিনেতা নন, এছাড়াও তিনি একাধারে একজন প্রকৌশলী, লেখক এবং চলচিত্র অভিনেতা এ সম্পর্কে হয়ত অনেকেরই জানা নেই। ছোটবেলা থেকেই হাসিখুশি স্বভাবের এই অভিনেতা খুব কম কথা বলতেন। তার জন্ম ইংল্যান্ডের উত্তরপূর্বাঞ্চলের ডুরহ্যাম শহরে। বেড়ে ওঠাও সেখানে।
একটা প্রাপ্তবয়স্ক মানুষের শরীর, কিন্তু মনটা শিশুর মতো। এমন একটা চরিত্রে দীর্ঘদিন ধরে কাজ চালিয়ে যাওয়া একেবারেই সহজ ছিল না রোয়ান অ্যাটকিনসনের জন্য। এক সাক্ষাৎকারে সম্প্রতি তিনি তার সেই অভিজ্ঞতা জানালেন।
তিনি বলেন, “আমি সবসময় বিশ্বাস করতাম যে ‘মিস্টার বিন’ সফল হবে এবং অনেকদিন চলবে। কারণ এই কমেডিটা চোখে দেখে অনুভব করতে হয়, একজন পুরুষের শরীরে শিশুর মন। সব জাতি, সংস্কৃতির শিশুদেরই আচরণ একইরকম। তাই এতে সবাই আনন্দ পেয়েছে।”
‘মিস্টার বিন’-এ অভিনয়ের সবচেয়ে প্রিয় স্মৃতি জানতে চাওয়া হয়েছিল রোয়ান অ্যাটকিনসনের কাছে। তিনি বলেন, ‘দুঃখের সাথে জানাচ্ছি যে এই শো-তে অভিনয় করাটা আমার জন্য খুব চাপের কাজ ছিল। কারণ এটা মজার করে তোলাটা আমার জন্য অনেক বড় দায়িত্ব হয়ে গিয়েছিল।’
তবে কাজ শেষ হয়ে যাওয়ার পর পাওয়া সফলতাটা উপভোগ করেন বলে জানিয়েছেন রোয়ান অ্যাটকিনসন। তার মতে, দর্শক আনন্দ পেলেই কাজ সার্থক হয়।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ