বিনোদন ডেস্ক
এবার মারদাঙ্গা যোদ্ধা হয়ে আসছেন শহীদ কাপুর

শহিদ কাপুরের ক্যারিয়ারের সব সাফল্য ছাড়িয়ে গেছে ‘কবীর সিং’। এ ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। সেই অভিনয় প্রশংসিত হয়েছে দেশ-বিদেশে। এরপর থেকে বলিউড পরিচালকদের বর্তমান সময়ে অন্যতম একটি পছন্দের নাম শহিদ।
করোনায় দীর্ঘ কর্ম বিরতি শেষে ইতিমধ্যেই শুটিং সেটে ফিরেছেন শাহেদ। ভারতের দক্ষিণের সিনেমা ‘জার্সি’র রিমেকে অভিনয় করছেন তিনি। দক্ষিণের ব্লকবাস্টার এই সিনেমাটি মূলত একজন বাবার ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং তার সঙ্গে তার ছেলের সম্পর্ক নিয়ে বেড়ে ওঠা একটি গল্প।
এর মধ্যেই আরও একটি সিনেমার ঘোষণা আসলো শহিদ কাপুরের পক্ষ থেকে। শশাঙ্ক খৈতান পরিচালিত ধর্ম প্রোডাকশনের প্রযোজনায় ‘যোদ্ধা’ নামক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এখানে নতুন লুকে মারদাঙ্গা ভূমিকায় দেখা যাবে এই অভিনেতাকে।
সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘বেশ অনেকদিন থেকেই একসঙ্গে কাজ করার ব্যাপারে কথা বলে আসছিলেন করণ জোহর এবং শহিদ কাপুর। কিন্তু পছন্দমত স্ক্রিপ্ট না পাওয়ার কারণে এতদিন সেটা হয়ে উঠছিলো না। অবশেষে ‘যোদ্ধা’ সিনেমায় কাজ করতে রাজি হয়েছেন শহিদ।’
তিনি জানান, এই সিনেমাটি মূলত অ্যাকশনধর্মী। বর্তমানে ‘জার্সি’ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন শহিদ। তাই ধারণা করা হচ্ছে সামনের বছরের শুরুতেই শুরু হবে ‘যোদ্ধা’ সিনেমার শুটিং। লোকেশন এর ব্যাপারে জানা যায় সিনেমাটির বেশির ভাগ শুটিং হবে পাঞ্জাবে। শিগগিরই এই ছবির নায়িকার নাম ঘোষণা করা হবে।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ