ডেস্ক নিউজ
মা হারালেন অপু বিশ্বাস

মারা গেছেন অপু বিশ্বাসের মা শেফালী বিশ্বাস। রাজধানীর একটি হাসপাতালে বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনেত্রীর একাধিক সহশিল্পী সোশ্যাল মিডিয়ায় খবরটি নিশ্চিত করেন।
নায়িকা শাহনূর লেখেন, “আজকে রাত ১টা ৩৭ মিনিটে ঢাকার ল্যাবএইড হাসপাতালে আমাদের দেশের স্বনামধন্য চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাসের মা পরলোকগমন করেন। আপনারা সবাই তার আত্মার শান্তি কামনায় আশীর্বাদ করবেন।”
তবে করোনার ইঙ্গিত ছিলেন নির্মাতা বুলবুল বিশ্বাস। তিনি বলেন, “করোনা আমাদের চারপাশ কেমন মৃত্যুপুরী বানিয়ে ফেলছে। আমাদের অপু বিশ্বাস দি’কে একা করে দিয়ে তার মা গতরাতে পৃথিবী ছেড়ে চলে গেছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।”
সম্প্রতি স্ট্রোক করলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় শেফালী বিশ্বাসকে। এরপর চিকিৎসকেরা জানান, তার ফুসফুসে পানি জমেছে। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। সেখানেই মারা যান তিনি।
শেফালী বিশ্বাসের গ্রামের বাড়ি বগুড়ায় শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
অপু বিশ্বাসের বাবার নাম উপেন্দ্রনাথ বিশ্বাস। উপেন্দ্রনাথ-শেফালী বিশ্বাস দম্পতির তিন মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট অপু। এ নায়িকার সঙ্গে ঢাকায় থাকতেন শেফালী বিশ্বাস।
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ