Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৩, ১৮ সেপ্টেম্বর ২০২০

এবার উর্মিলাকে ‘পর্নো অভিনেত্রী’ বললেন কঙ্গনা

বিতর্কিত মন্তব্য করে সবসময় আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। প্রায় প্রতিদিনই তিনি কাউকে না খোঁচা মারছেন। যাকে ইচ্ছা কথা দিয়ে আক্রমণ করছেন। আক্রমণের জন্য বিশেষ করে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুটাকে তিনি বেশ মজবুত ইস্যু হিসেবে নিয়েছেন। এবার তার আক্রমণের শিকার হলেন বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর।

মাদক সেবন সম্পর্কে কঙ্গনার বক্তব্যের বিরুদ্ধে ঊর্মিলা বলেছিলেন, ‘‘কঙ্গনার রাজ্য হিমাচল মাদক সেবনের আখড়া। তার উচিত আগে সেই সমস্যার সমাধান করা। যে অভিনেত্রী সাধারণ মানুষের করের টাকায় ওয়াই ক্যাটাগরির সুরক্ষা নিয়ে চলাফেরা করছেন, তিনি কেন পুলিশকে তার রাজ্যের ড্রাগ র‍্যাকেটের খবর দিতে পারছেন না?”

রাজনীতি ছেড়ে দিলেও ঊর্মিলা গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়েছিলেন। কিন্তু হেরে যান। পক্ষান্তরে, কঙ্গনা ‘বিজেপি-ঘনিষ্ঠ’ বলেই পরিচিত। ফলে কথা চালাচালির মধ্যে রাজনীতি থাকলে অস্বাভাবিক কিছু নয়।

কঙ্গনার কথায়, “ঊর্মিলাকে কি কেউ তার অভিনয় দক্ষতার জন্য চেনেন? নাহ্। তা হলে উনি কেন বিখ্যাত? উনি বিখ্যাত সফট পর্নে অভিনয় করার জন্য!’’

মঙ্গলবার মাদক প্রসঙ্গে কঙ্গনার বক্তব্যের কড়া সমালোচনা করেন অভিনেত্রী ও সমাজবাদী পার্টির সংসদ সদস্য জয়া বচ্চন। তাকে নিয়েও বাজে মন্তব্য করতে ছাড়েননি কঙ্গনা। দ্রুত জয়ার পাশে দাঁড়ান তাপসী পান্নু, স্বরা ভাস্করের মতো কঙ্গনা-বিরোধী লোকজন।

ঊর্মিলা এও বলেন, “শাসকদলের থেকে ভোটের টিকিট পাওয়ার জন্যই বলিউডের ভাবমূর্তি নষ্ট করছেন কঙ্গনা।’’ জবাবে শুনতে হলো, ‘‘ঊর্মিলা টিকিট পেতে পারলে আমি পেতে পারি না?”

জয়ার মতোই উর্মিলার পাশে দাঁড়িয়েছে স্বরা ভাস্কর, পূজা ভাট, অনুভব সিন্হা, ফারহা খানের মতো তারকারা। কঙ্গনার কোনো মন্তব্যকেই গুরুত্ব দিতে নারাজ তারা।

স্বরা যেমন টুইট করেছেন, “এখনো রঙ্গিলা, সত্য, মাসুমের মতো ছবিতে ঊর্মিলার কাজ তাকে অবাক করে।” ফারহা আরও সরাসরি, “প্রতিভা নিজগুণেই নজর কাড়ে। গলা ফাটিয়ে তার প্রচারের প্রয়োজন পড়ে না।”

ঊর্মিলাকে ‘সফট পর্ন অভিনেত্রী’ বলে কঙ্গনা পরিস্থিতি আরও জটিল করে তুলেছেন। তার সমর্থনে সেভাবে প্রকাশ্যে এখনো পর্যন্ত কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। এর মধ্যে টিভি সাক্ষাৎকারে ঊর্মিলা বলেন, কঙ্গনা আর কত দিন ভিকটিম কার্ড নিয়ে মাঠে ঝগড়া করবেন। বলিউড এক দশকে তাকে অনেক কিছু দিলেও তিনি কেন সিনে ইন্ডাস্ট্রিকে আপন করতে পারছেন না! সবার সঙ্গে অনবরত ঝগড়া করে যাচ্ছেন। এ ছাড়া মাদক শুধু বলিউডের একার সমস্যা না, সারা ভারতেরই সমস্যা।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ