Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:২৪, ১৮ সেপ্টেম্বর ২০২০

সুশান্তের মূর্তি বানালেন সুশান্ত

সুশান্ত ভাস্কর এবং তার তৈরী মূর্তি

সুশান্ত ভাস্কর এবং তার তৈরী মূর্তি

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরেই শোকাহত তার ভক্তরা। আর এ করণেই এবার অভিনেতার মোমের মূর্তি বানালো তার এক ভক্ত।

মহিশীলার বাসিন্দা সুশান্ত ভাস্করের বাসভবন লাগোয়া তার নিজস্ব সংগ্রহশালায় রাখা সুশান্ত সিং রাজপুতের মূর্তিটি দেখতে ভিড় জমাচ্ছেন এলাকাবাসী। 

ভাস্কর বলেন, সুশান্তের মতো এক জন শিল্পী অকালে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। শিল্পের প্রতি দায়বদ্ধতা থেকেই তার মূর্তি তৈরি করলাম। 

ইতিমধ্যেই তার সংগ্রহশালায় রয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সচিন টেন্ডুলকার, বিরাট কোহালিসহ নানা বিখ্যাত ব্যক্তির মূর্তি। সদ্য প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মোমের মূর্তি তৈরি করে তাকে তা উপহার হিসেবে দিয়েছিলেন সুশান্তবাবু। 

পাশাপাশি, কলকাতার একটি বেসরকারি সংগ্রহশালায় সুশান্তবাবুর তৈরি একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের মোমের মূর্তি স্থান পেয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ