Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৩১, ১৯ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৬:৩৩, ১৯ সেপ্টেম্বর ২০২০

এবার সাংবাদিককে জেলের হুমকি দিলেন কঙ্গনা

জনসম্মুখে এক সাংবাদিককে জেলের হুমকি দিয়ে চরম নিন্দার মুখে পড়েছেন বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী কঙ্গনা রনৌত।

সম্প্রতি মুম্বাই প্রেস ক্লাবের সাংবাদিক কমলেশ সুতাকে টুইটের মাধ্যমে আইনী নোটিশ পাঠিয়ে জেলে পাঠানোর হুমকি দিয়েছেন কঙ্গনা।

এই অভিনেত্রীর দাবি কমলেশ তার নামে শিবসেনাকে ভোট দেওয়ার ব্যাপারে মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছেন। সম্প্রতি একটি সাক্ষাতকারে কঙ্গনা রনৌত দাবি করেছিলেন যে তিনি বিজেপি সমর্থক হলেও শিবসেনাকে ভোট দিতে বাধ্য হয়েছেন। অভিনেত্রী আরো বলেছিলেন যে দুটি দল জোটে থাকার কারণে তিনি বিজেপির পক্ষে ভোট দেওয়ার বোতামটি খুঁজে পাচ্ছিলেন না। ফলে বাধ্য হয়ে শিবসেনাকেই ভোট দিতে হয়েছে তাকে।

এদিকে কমলেশ টুইট করেছেন যে, কঙ্গনা বান্দ্রার পশ্চিম আসনের ভোটার। যে আসনটি বিজেপি প্রার্থী আশীষ শেলারের। যিনি ২০১৯ সালের বিধানসভা নির্বাচন এবং বিজেপির পুনম মহাজন লোকসভা নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

যদিও পরবর্তীতে তিনি বলেন যে, তিনি ২০১৪ সালের কথা বলছেন। তবে সেই হিসেব না করেই কঙ্গনা তাকে আক্রমণ করে কথা বলেন। কঙ্গনা তার টুইটে কমলেশের উদ্দেশ্যে লেখেন, ‘আপনি ভুল। ভুল তথ্য ছড়াবেন না। আমি আপনাকে আইনী নোটিশ পাঠাবো। আপনাকে এর সত্যতা আদালতে দিতেই হবে।’

যদিও সেই টুইটটি পরবর্তীতে কঙ্গনা সরিয়ে ফেলে। তবে এর স্ক্রিনশট এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়াতে।

আইনিউজ/এসপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ