Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:২০, ১৯ সেপ্টেম্বর ২০২০

প্রধানমন্ত্রীকে নিয়ে গাইলেন ফকির আলমগীর

ফাইল ছবি

ফাইল ছবি

প্রতিশ্রুতিশীল গীতিকার শামছ আরেফিন এবার হাজির হলেন নতুন এক চমক নিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘শেখ হাসিনার জয়’ শিরোনামে একটি গান রচনা করেছেন তিনি। জনপ্রিয় সুরকার হাবিব মোস্তফার সুর এবং অণু মোস্তাফিজের সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন গণসংগীত শিল্পী প্রবাদ পুরুষ ফকির আলমগীর।

ফকির আলমগীর বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে প্রিয় স্বদেশভূমি সামনের এগিয়ে যাচ্ছে। এটা দিবালোকের মতো সত্য। জীবনের এই পর্যায়ে এসে ব্যক্তিগতভাবে আমার কিছুই চাওয়ার নেই, একজন শিল্পী হিসেবে আমার চাওয়া- নিবেদিতপ্রাণ অগ্রজ শিল্পীরা যেন দেশের সংস্কৃতি অঙ্গনে তাদের মেধা ও অভিজ্ঞতার আলোকে সংশ্লিষ্ট বিভাগগুলোতে যুক্ত হয়ে কাজ করে যেতে পারে। তাতে দেশের সম্মান ও অগ্রগতি আরো বৃদ্ধি পাবে।’

গানটি সম্পর্কে গীতিকার শামছ আরেফিন বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের মাথার তাজ। তার যুগোপযোগী ও বলিষ্ঠ নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন আজ বিশ্বের কাছে একটি মডেল দেশ হিসেবে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পদ্মা সেতু, মেট্রোরেল, বিদ্যুৎসহ সকল ক্ষেত্রে দেশের উন্নয়নগুলো আজ প্রকাশ্য দিবালোকের মতো স্পষ্ট হয়েছে। বন্যা, খরা, ঘূর্ণিঝড়, করোনাসহ যেকোনো জাতীয় দুর্যোগ ও মহামারিতে তিনি মমতাময়ী মায়ের মতন পুরো জাতিকে আগলে রাখেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব স্বপ্ন তিনি সফলতার সঙ্গে পূরণ করে যাচ্ছেন।

তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আমার ক্ষুদ্র উপহার এই গান। গণসংগীতের প্রবাদ পুরুষ ফকির আলমগীরের কণ্ঠে গানটি গীত হয়েছে, সে কারণে আমার খুব ভালো লাগছে। আশা করি শেখ হাসিনাপ্রেমী প্রতিটি মানুষের অন্তরে গানটি ভালোবাসার সঙ্গে জায়গা করে নিবে।’

আসছে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বপ্নতরী ইউটিউব চ্যানেলে গানটি ভিডিও আকারে প্রকাশিত হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ