Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২২:২১, ১৯ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২২:২৭, ১৯ সেপ্টেম্বর ২০২০

`টুপটুপ বৃষ্টি` নিয়ে আসছেন সমরজিৎ রায়

বাংলাদেশের এই সময়ের সবচেয়ে নির্ভরযোগ্য জনপ্রিয় গুণী সঙ্গীতশিল্পীদের অন্যতম হলেন- সমরজিৎ রায়। শাস্ত্রীয় সঙ্গীতকে ভিত্তি করে শ্রোতাদের একের পর এক অসাধারণ গান উপহার দিয়ে যাচ্ছেন তিনি।

এবারে তাঁর ঝুলিতে যুক্ত হতে যাচ্ছে বৃষ্টির আরেকটি গান। আল-মাসুমের চমৎকার গীতিকবিতায় "টুপটুপ বৃষ্টি" শিরোনামের এই গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন শিল্পী সমরজিৎ নিজেই।

তাঁর সুর ও সঙ্গীত পরিচালনায় গান করেছেন কিংবদন্তী শিল্পী অনুপ জলোটা, হৈমন্তী শুক্লা সহ অনেকেই। সারা ভারতের গান্ধর্ব মহাবিদ্যালয়ের সঙ্গীত বিশারদের চুড়ান্ত পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করায় তিনি অর্জন করেছিলেন পন্ডিত ডি.বি পলুস্কর এওয়ার্ড, হরি ওম ট্রাস্ট এওয়ার্ড, সঙ্গীতা বসন্ত বেন্দ্রে এওয়ার্ড,বাসুদেব চিন্তামন এওয়ার্ড, নলিনী প্রতাপ কানবিন্দে এওয়ার্ড সহ মোট ৮ টি সাম্মানিক এওয়ার্ড।

আগামী ২২ সেপ্টেম্বর ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশিত হবে এই গানটির ভিডিও।

প্রোগ্রামিং করেছেন কলকাতার রণদীপ মানু এবং মিক্সিং ও মাস্টারিং করেছেন জে কে মজলিশ। গানটির শব্দগ্রহণে ছিলেন অজয় মজুমদার, ক্যামেরায় দৃশ্যধারণ করেছেন রবিন চৌধুরী এবং ভিডিও সম্পাদনা করেছেন মুম্বাইয়ের প্রেম প্রকাশ কর্ণ।

ধ্রুব মিউজিকের ব্যানারে এবং আল-মাসুমের লেখায় গাওয়া সমরজিৎ রায় এর এটি প্রথম গান। মিষ্টি কথায় মিষ্টি সুরের ছন্দে এই বৃষ্টির গানটি সবার ভালো লাগবে বলে আশা করেন শিল্পী সমরজিৎ।

তাঁর কন্ঠে "এ ঘোর শ্রাবণে" শিরোনামে সর্বশেষ বৃষ্টির গান প্রকাশিত হয়েছিল দু'বছর আগে যা ভীষণ শ্রোতাপ্রিয় হয়েছিল।

এখানে উল্লেখ্য যে, সমরজিৎ রায় ভারতের নয়াদিল্লীর গান্ধর্ব মহাবিদ্যালয়ের শাস্ত্রীয় সঙ্গীতের সাবেক শিক্ষক। ২০১১ সালে তাঁর হিন্দী গানের একক এলবাম "তেরা তসব্বুর" ভারতের "জিমা এওয়ার্ড" এ "সেরা জনপ্রিয় এলবাম" বিভাগে মনোনয়ন পায়।

তাঁর সুর ও সঙ্গীত পরিচালনায় গান করেছেন কিংবদন্তী শিল্পী অনুপ জলোটা, হৈমন্তী শুক্লা সহ অনেকেই। সারা ভারতের গান্ধর্ব মহাবিদ্যালয়ের সঙ্গীত বিশারদের চুড়ান্ত পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করায় তিনি অর্জন করেছিলেন পন্ডিত ডি.বি পলুস্কর এওয়ার্ড, হরি ওম ট্রাস্ট এওয়ার্ড, সঙ্গীতা বসন্ত বেন্দ্রে এওয়ার্ড,বাসুদেব চিন্তামন এওয়ার্ড, নলিনী প্রতাপ কানবিন্দে এওয়ার্ড সহ মোট ৮ টি সাম্মানিক এওয়ার্ড।

ইতিমধ্যে তাঁর গাওয়া শ্রোতাপ্রিয় বাংলা গানগুলোর অন্যতম হলো "তুমি ভোরের পাখির মতো"/ "ভুলে যেতে বোলোনা"/ "ও রূপসী চাঁদ" / "বেহাগের সুরে" / "ও যে আমায় মন্দ বলে" / "এ ঘোর শ্রাবণে" / "সত্যি ভালোবাসি" / "বিষাদের গানের ভেলা"/ "শহরতলী চুপ"/ "মেঘবালিকা" সহ আরো অনেক গান।

আইনিউজ/এইচকে

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ