Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:১৪, ২০ সেপ্টেম্বর ২০২০

জন্মদিনে সালমান ভক্তদের অন্যরকম আয়োজন

গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) ছিল সালমান শাহ-এর ৪৯তম জন্মদিন। এ নিয়ে তেমন কোনো আনুষ্ঠানিকতা চোখে পড়েনি। তবে ব্যতিক্রম ছিল সালমান শাহের ভক্তকূল। ফেসবুকভিত্তিক টিম সালমান শাহ গ্রুপের পক্ষ থেকে কাটা হয়েছে কেক, বিতরণ হয়েছে মিষ্টি। কারণ, তাদের প্রিয় নায়কের জন্মদিন।

শনিবার বিকেল ৫টায় ধানমন্ডি লেকে আয়োজিত ছোট পরিসরের এই আয়োজনে বিশেষ কোনো তারকা বা ব্যক্তির উপস্থিতি ছিলো না। বরং উপস্থিত ছিলো অর্ধ শতাধিক পথশিশু! আর তাদের নিয়ে কেক কাটেন টিম সালমান শাহ-এর প্রধান মাসুদ রানা নকীব। সঙ্গে উপস্থিত ছিলেন টিমের অন্য সদস্যরাও।

মাসুদ রানা নকীব জানান, আমাদের নায়ক নেই। তাকে ঘিরে এখন আর কোনো আনুষ্ঠানিকতাও নেই। তাই বলে আমরা তো হাত গুটিয়ে ঘরে বসে থাকতে পারি না। তাই প্রিয় নায়কের জন্মদিনটা উদযাপন করলাম পথশিশুদের নিয়ে।    

নকীব বলেন, ‘সালমান শাহ্‌ বাচ্চাদের অনেক পছন্দ করতেন। ওনার পালক সন্তানও ছিল। রাতের আঁধারে পথশিশুদের জন্য প্রায়ই চকলেট কিনে নিয়ে যেতেন তিনি। তাদের তিনি মিষ্টি খাওয়াতেন। সে চিন্তা তাদের সঙ্গে কেক কাটা এবং মিষ্টি বিতরণ করেছি।’

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ