বিনোদন ডেস্ক
জন্মদিনে সালমান ভক্তদের অন্যরকম আয়োজন

গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) ছিল সালমান শাহ-এর ৪৯তম জন্মদিন। এ নিয়ে তেমন কোনো আনুষ্ঠানিকতা চোখে পড়েনি। তবে ব্যতিক্রম ছিল সালমান শাহের ভক্তকূল। ফেসবুকভিত্তিক টিম সালমান শাহ গ্রুপের পক্ষ থেকে কাটা হয়েছে কেক, বিতরণ হয়েছে মিষ্টি। কারণ, তাদের প্রিয় নায়কের জন্মদিন।
শনিবার বিকেল ৫টায় ধানমন্ডি লেকে আয়োজিত ছোট পরিসরের এই আয়োজনে বিশেষ কোনো তারকা বা ব্যক্তির উপস্থিতি ছিলো না। বরং উপস্থিত ছিলো অর্ধ শতাধিক পথশিশু! আর তাদের নিয়ে কেক কাটেন টিম সালমান শাহ-এর প্রধান মাসুদ রানা নকীব। সঙ্গে উপস্থিত ছিলেন টিমের অন্য সদস্যরাও।
মাসুদ রানা নকীব জানান, আমাদের নায়ক নেই। তাকে ঘিরে এখন আর কোনো আনুষ্ঠানিকতাও নেই। তাই বলে আমরা তো হাত গুটিয়ে ঘরে বসে থাকতে পারি না। তাই প্রিয় নায়কের জন্মদিনটা উদযাপন করলাম পথশিশুদের নিয়ে।
নকীব বলেন, ‘সালমান শাহ্ বাচ্চাদের অনেক পছন্দ করতেন। ওনার পালক সন্তানও ছিল। রাতের আঁধারে পথশিশুদের জন্য প্রায়ই চকলেট কিনে নিয়ে যেতেন তিনি। তাদের তিনি মিষ্টি খাওয়াতেন। সে চিন্তা তাদের সঙ্গে কেক কাটা এবং মিষ্টি বিতরণ করেছি।’
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ