Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৪৭, ২১ সেপ্টেম্বর ২০২০

লকডাউন নিয়ে জয়ার শর্টফিল্ম

এই মহামারিতে লকডাউন নিয়ে ১৫ দিনে একটি শর্টফিল্ম করে ফেললেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

রবিবার রাতে আনন্দবাজারকে টেলিফোনে দেয়া এক সাক্ষাৎকারে জয়া এমনটাই জানালেন।

তিনি বলেন, এই সময়ের মানসিক অস্থিরতার দিনগুলোতে যখন বাসায় বসে ভয় আর আশঙ্কায় দিনগুলো কাটাচ্ছিলাম সেই সময় পরিচালক ফোনে বললেন, ‘চলেন ছোট করে একটা শর্ট ফিল্ম বানিয়ে ফেলি।’

মহামারির মধ্যদিয়ে চলা বিশ্বের যে কোনও মানুষ এই ছবির সঙ্গে নিজেকে মেলাতে পারবেন বলে দাবি জয়ার। গল্পের মধ্যে ছবি তৈরি হতে হতে তা দীর্ঘতর হল। তৈরি হল ফিচার ফিল্ম। কবে মুক্তির কথা ভাবছেন? জয়া বলেন, দিন তো ঠিক হয়নি। তবে ছবি যাতে সকলে দেখতে পান, তার ব্যবস্থা করব আমরা।’

জয়ার মতে, ছবি অনেক সময় ছবি হয়ে ওঠে, বানাতে হয় না।

তার কথায়, ‘আশায় থাকলাম কী করলাম সেটা দেখার জন্য! কিন্তু ১৫ দিনের শুটিংটা একটা পাগলামি ছিল, এত কম মানুষ নিয়ে একটা ছবি শুট করা যায় সেটাও জানা হল। পিপলু ভাই আর নুসরাত মাটি-র চিত্রনাট্যে আপাতত নাম আসেনি।’

নিজের প্রযোজনা সংস্থা ‘C তে cinema’-ও এই ছবির প্রযোজনার অংশ।

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ