Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৫৯, ২১ সেপ্টেম্বর ২০২০

অনুরাগের পাশে এবার প্রাক্তন স্ত্রী কালকি

কালকি কোয়েচলিন ও অনুরাগ কাশ্যপ

কালকি কোয়েচলিন ও অনুরাগ কাশ্যপ

যৌন হেনস্থার অভিযোগে প্রাক্তন স্ত্রী কালকি কোয়েচলিনকে পাশে পেলেন বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ। কালকি ছিলেন অনুরাগের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী আরতি বাজাজও প্রাক্তন স্বামীর সমর্থনে মুখ খুলেন।

শনিবার বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ সামাজিক মাধ্যমে যৌন হেনস্তার অভিযোগ আনার পর থেকে অনুরাগের সেই ভাবমূর্তি ক্ষুণ্ন হতে বসেছে। তাকে নিয়ে নানারকমের ব্যঙ্গ-বিদ্রূপও শুরু হয়।

এমন পরিস্থিতিতে অভিনেত্রী কালকি বেশ জোরেসোরেই সমর্থন দিলেন প্রাক্তন স্বামীকে। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিয়ের বন্ধনে ছিলেন তারা। অনুরাগ পরিচালিত আলোচিত সেক্রেড গেমস সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেন কালকি।

টুইটারে বেশ লম্বা একটি পোস্টে কালকি লেখেন, ‘প্রিয় অনুরাগ, সোশ্যাল মিডিয়ার এই সার্কাসে প্রভাবিত হইও না। নিজের চিত্রনাট্যে নারী স্বাধীনতার জন্য লড়াই করেছ তুমি। কাজের জায়গা এবং ব্যক্তিগত জীবনেও নারীর সম্মান রক্ষা করে গিয়েছ। আমি নিজে তার সাক্ষী।’

অনুরাগকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত এবং পেশাদার জীবনে আমাকে নিজের সমকক্ষই ভেবেছ তুমি। বিয়ে বিচ্ছেদের পরও আমার সম্মানের জন্য রুখে দাঁড়িয়েছিলে তুমি। সম্পর্কে জড়ানোর আগেও, কাজের জায়গায় যখন নিরাপত্তাহীনতা বোধ করেছি, আমার পাশে দাঁড়িয়েছিলে তুমি।’

কালকি বলেন, ‘এটা একটা আশ্চর্য সময়, যেখানে পরস্পরকে অপমান করে চলেছি আমরা। মিথ্যে অভিযোগ এনেও পার পেয়ে যাচ্ছে অনেকে, যা অত্যন্ত বিপজ্জনক এবং ঘৃণ্য। এতে পরিবার, বন্ধুত্ব এবং সর্বোপরি দেশের ক্ষতি হচ্ছে।’

অনুরাগকে আরও এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে প্রাক্তন স্ত্রী লেখেন, ‘সোশ্যাল মিডিয়ায় হানাহানির ঊর্ধ্বেও একটা সম্মানজনক জগৎ রয়েছে, যেখানে নিজের চারপাশের মানুষের চাহিদার দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। কেউ গুরুত্ব না দিলেও পরস্পরের প্রতি সহমর্মিতা দেখানো উচিত। আমি জানি, সেই জগৎটা তোমার চেনা। নিজের সম্মান ধরে রাখো। মন শক্ত করো এবং নিজের কাজ চালিয়ে যাও। প্রাক্তন স্ত্রীর পক্ষ থেকে তোমার জন্য ভালবাসা রইল।’

কালকির আগে রোববার অনুরাগের পাশে দাঁড়িয়েছিলেন প্রথম স্ত্রী আরতি বাজাজও। স্ত্রী আরতির ভাষ্য, ‘অনুরাগ একজন রকস্টার। তার বিরুদ্ধে যা কথা বলা হয়েছে সেটা সস্তার স্টান্ট ছাড়া আর কিছুই না।’

অনুরাগের বক্তব্যের স্ক্রিনশট শেয়ার করে আরতি লেখেন, ‘নারীদের তুমি যেভাবে সম্মান করো, তাদের জন্য যে নিরাপদ স্থান তৈরি করো সেটাই করে যাও। এটা আমি প্রথম দেখেছি আমাদের কন্যাসন্তানের ক্ষেত্রে।’

পায়েল ঘোষের পক্ষে অভিনেত্রী কঙ্গনা রনওয়াত বেশ উঠেপড়ে লাগলেও অন্যদিকে তাপসী পান্নু, স্বরা ভাস্করদের মতো তারকাদের সমর্থন পেয়েছেন অনুরাগ কাশ্যপ।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ