Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:২৩, ২২ সেপ্টেম্বর ২০২০

রিয়া চক্রবর্তীর জেলে থাকার মেয়াদ ১৪ দিন বাড়ল

সংগৃহীত

সংগৃহীত

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য দায়ী করে গ্রেফতার করা হয় তার প্রেমিকা রিয়া চক্রবর্তীকে। যার উপর এখন মাদক মামলাও চলছে। এই মামলায় জেল হেফাজতের মেয়াদ বাড়ল রিয়ার। ৬ অক্টোবর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতেই রাখা হবে রিয়াকে।

বাইকুলা মহিলা সংশোধনাগারে ছিলেব রিয়া। সেখানে রিয়ার শেষ দিন ছিলো মঙ্গলবার। কিন্তু দায়রা আদালতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) আরজিতে তাকে হেফাজতে রাখার সময় বাড়ল।

এখনই রিয়া ও তার ভাই সৌভিককে নিজেদের হেফাজত থেকে ছাড়তে চাইছে না এনসিবি। তাই তাদের বন্দিত্বের মেয়াদ বাড়ানোর আবেদন করে।

সুশান্তর মৃত্যু তদন্তে মাদক যোগ পাওয়ার পরই গ্রেপ্তার হন রিয়া। তার আগে গ্রেপ্তার করা হয় তার সৌভিক, হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, দীপেশ সাওয়ান্ত-সহ একাধিক ব্যক্তিকে। রিয়া প্রথমে বলেছিলেন তিনি কোনো দিনই মাদক নেননি। এমনকি তার আইনজীবী বলেছিলেন যে কোনো সময় রক্ত পরীক্ষার জন্য প্রস্তুত তার মক্কেল।

কিন্তু এনসিবি সূত্রে খবর, ৩৬ ঘণ্টা টানা জেরার পর রিয়া স্বীকার করেছেন যে তিনি মাদক নিয়েছিলেন। সুশান্তর জন্যও নিয়মিত মাদক কিনতেন। সৌভিকও জেরার স্বীকার করেছেন, সুশান্তর জন্য গাঁজা কিনেছিলেন তিনি। আর তার জন্যই জায়েদ ভিলাত্রা, আবদুল বাসিত পরিহর ও সূর্যদীপ মালহোত্রার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এই মাদক কেনাবেচায় পয়সা দিতেন রিয়াই।

গত ৯ সেপ্টেম্বর রিয়াকে গ্রেফতার করে এনসিবি। সেবারও ১৪ দিনের জেল হেফাজত হয় রিয়ার। মঙ্গলবার সেই মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন করে আদালতে আবেদন জানিয়েছিল এনসিবি। আদালত এদিন আরো ১৪ দিনের হেফাজত মঞ্জুর করেছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ