Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৮, ২৪ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৭:২২, ২৪ সেপ্টেম্বর ২০২০

মাদক কাণ্ডে এবার দিয়া মির্জার নাম!

দিয়া মির্জা

দিয়া মির্জা

অভিনেতা সুশান্তের মৃত্যুর পর থেকে মাদক চক্র নিয়ে সরব বলিউড পাড়া। একের পর এক তারকারে নাম জড়াচ্ছে সুশান্ত সিংয়ের মৃত্যুর মাদক যোগের তদন্তে। সেই ড্রাগ চ্যাটে সারা আলি খান এবং দীপিকা পাড়ুকোনের পর এবার উঠে এসেছে দিয়া মির্জার নাম।

মাদক পাচারকারী অঙ্কুশ ও অনুজ কেশওয়ানিকে জেরা করার পরই সেখানে দিয়ার নাম উঠে আসে। আসলে, দিয়ার ম্যানেজার ছিলেন অনুজের বান্ধবী। সেই সূত্রে তিনিই দিয়াকে মাদক সরবরাহ করতেন।

নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র অফিসে প্রথম ডাক পড়তে পারে দিয়ার ম্যানেজারের। তারপর ডাকা হতে পারে অভিনেত্রীকেও। এর আগে, সারা ও দীপিকার বিষয়টিও সামনে আসে। কিন্তু দুই অভিনেত্রীর কেউই এ নিয়ে কোনো মন্তব্য করেননি।

এদিকে দিয়া এমন খবর সামনে আসার পরেই টুইট বার্তায় বলেন, তার মাদকাসক্তি নিয়ে যেসব খবর প্রকাশ করা হচ্ছে, তা মিথ্যে, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়ানো। এ ধরণের ভুলের প্রভাব তার ভাবমূর্তিতে পড়তে পারে। দিয়া বলছেন,‘আমি জীবনে কখনো মাদক খাইনি এবং কিনিনি। এ ধরনের ভুল খবরের বিরুদ্ধে নাগরিক হিসেবে সব রকম আইনি পদ্ধতি আমি ব্যবহার করব।'

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ